রুমা পাল, কলকাতা: লোকসভা ভোট (Loksabha Election 2024) ঘোষণার আগে এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। বুধবার দুপুর ৩ টের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কমিশন।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক: ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী বাহিনী আসার কথা রয়েছে। দেড়শো কোম্পানি বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের সিইওর দফতরে বৈঠক রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার,IG CRPF বি কে শর্মা।
এর আগে গত সপ্তাহে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকসভা ভোটের আগে সেই বৈঠকে একাধিক নির্দেশও দেওয়া হয়। দেওয়া হয়েছিল নাকা তল্লাশির নির্দেশ। একইসঙ্গে আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর দেওয়ার নির্দেশও দেওয়া হয়। রাজ্যে আইন-শৃঙ্খলাজনিত কোনও সমস্যা যেন কোনও ভাবেই না হয়, সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি, জামিন অযোগ্য যে গ্রেফতারি পরোয়ানাগুলো আছে, সেগুলিও কার্যকর করতে বলেছিল কমিশন।
জানা গিয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সন্দেশখালি, বসিরহাট সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাহিনী মোতায়েন করা হবে। কলকাতা সহ রাজ্যর অন্য কোন কোন জেলায় বাহিনী মোতায়েন হতে পারে সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে। এদিনের এই বৈঠকের পরে বিকেল ৫ টা নাগাদ উত্তর ও দক্ষিণ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলাদা একটি বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে ৫১ হাজার জামিন অযোগ্য ধারায় মামলার নিষ্পত্তি হয়নি। সেই অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে লোকসভা ভোটের আগে সেই দিকেও নজর রাখছে কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Chaos: গ্রামবাসীদের বিক্ষোভের জের, সন্দেশখালিতে শুরু সেতু তৈরির কাজ