পার্থ প্রতিম ঘোষ, সন্দেশখালি: সন্দেশখালির (Sandeshkhali Chaos) মন পেতে মরিয়া প্রশাসন। যে কাজ ১৫ বছরে হয়নি, এবার গ্রামবাসীদের বিক্ষোভের পর তড়িঘড়ি শুরু হল নতুন সেতু তৈরির কাজ। আপাতত বাঁশের সাঁকো চলবে যাতায়াত। দ্রুত স্থায়ী সেতু তৈরি করার আশ্বাস দিয়েছে প্রশাসন, দাবি গ্রামবাসীদের।


শুরু হল নতুন সেতু তৈরির কাজ: ১৫ বছরের যন্ত্রণার সমাধান মাত্র দু'দিনে। দখলদারি, নারী নির্যাতন থেকে না পাওয়ার গুচ্ছ গুচ্ছ অভিযোগে উত্তাল সন্দেশখালি। শান্তি ফেরাতে বসেছে পুলিশ পিকেট, নিয়ম করে আসছেন মন্ত্রীরা। দখল হয়ে যাওয়া জমি ফেরাচ্ছে ব্লক প্রশাসন। এরইসঙ্গে সন্দেশখালির বেড়মজুরের বটতলায় রাতারাতি তৈরি হচ্ছে বাঁশের নতুন অস্থায়ী সেতু।স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০০৯ সালে আয়লার তাণ্ডবে এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারপর থেকে আর এটা নতুন করে তৈরির কথা ভাবেনি প্রশাসন। গ্রামবাসীদের দাবি, পরবর্তীকালে বারবার এ নিয়ে দাবি জানানো হয়েছিল শাসকদলের নেতাদের। কিন্তু সুরাহা মেলেনি। দু'দিন আগে এখানেই আছড়ে পড়েছিল আন্দোলনের ঢেউ।


সূত্রের খবর, শুক্রবার এই সেতু থেকেই পড়ে গিয়ে আহত হন স্থানীয় বিডিও অফিসের এক কর্মী। এই এলাকাতেই ধাওয়া করা হয় তৃণমূল নেতা অজিত মাইতিকে। আর তারপরেই টনক নড়ে প্রশাসনের। শুরু হয় অস্থায়ী সাঁকো তৈরির কাজ। সন্দেশখালির বাসিন্দাদের কথায়, “আমরা এটা নিয়েই আন্দোলন করেছিলাম। বাচ্চাকাচ্চা নিয়ে যেতে খুব অসুবিধা হয়। মাঝে মাঝে পড়েও যায়। সেদিন বিডিও সাহেব এসেছিলেন, এই ব্রিজ থেকে পড়ে গেছিল। তারপর বিডিও সাহেব আমাদের কথা দিয়েছে এই ব্রিজটা পাকা করে দেবে।’’ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখন অস্থায়ীভাবে বাঁশের সেতু তৈরি করা হলেও, শীঘ্র এটি পাকা করে দেওয়া হবে।


এদিকে বেড়মজুর এলাকায় শেখ সিরাজউদ্দিন ও তাঁর বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় জনরোষ আছড়ে পড়ে। সোমবার তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর করেন মহিলারা। এরপরই ঝাউতলা আদিবাসী পাড়ায় তৃণমূল নেতার বাড়ির উঠোনে বসেছে পুলিশ পিকেট। যদিও আতঙ্কে বাড়ি ছাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের পরিবার। পুলিশ মোতায়েনের পাশাপাশি কাছারিপাড়ায় ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছে বসানো হয়েছে ৩টি সিসি ক্য়ামেরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Birbhum News: জমি দখলের অভিযোগ বীরভূমে, বিক্ষোভে অনিচ্ছুক কৃষকদের একাংশ