ব্রতদীপ ভট্টাচার্য, ঘাটাল : মুম্বইতে প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়। আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে। এখন হিরণ চট্টোপাধ্যায় পুরদস্তুর রাজনীতিবিদ। তিনি কাউন্সিলর, তিনি বিধায়ক। তিনি গেরুয়া শিবিরের অন্যতম ভরসার পাত্র। সিনেমার গ্ল্যামার থেকে অনেক দূরে থাকলেও কি তিনি নিজের স্বাস্থ্যের প্রতি একইরকম সচেতন। যদিও প্রচারে বেরিয়ে কর্মী-সমর্থকদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করছেন। 


এই লোকসভা নির্বাচনে ঘাটালে বিজেপির প্রার্থী বর্তমানে থাকছেন দাসপুরে বাড়ি ভাড়া করে। সেখানেই তাঁর সকাল শুরু হয় যোগ ব্য়ায়াম করে। তারপর খান আমলকি ভেজানো জল, এরপর জলখাবারে তাঁর প্লেটে থাকে, ওটস সেদ্ধ, ডিম সেদ্ধ, প্রতিদিনই দুপুর কাটছে প্রচারে। তার মাঝে কর্মীদের বাড়িতেই সারছেন দুপুরের খাবার।

একদিন  বিজেপি প্রার্থীর সারাদিনের সঙ্গী হয়েছিল এবিপি আনন্দ। সেদিন মধ্যাহ্ন ভোজে তাঁর পাতে ছিল, ভাত, উচ্ছে ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, শিঙি মাছের ঝোল, দই। খাওয়া সেরেই প্রচারে যাচ্ছেন। বিকেলে কখনও সখনও খাচ্ছেন ঝালমুড়ি, আর চা।  আর অবশ্যই এই গরমে সারাদিন প্রচারের মাঝে হিরণ ওআরএস সঙ্গে রাখতে ভুলছেন না। চিকিৎসকদের মতে শরীরে জল ও খনিজ লবণের ভারসাম্য় বজায় রাখতে সাহায্য় করে ওআরএস। আবহাওয়া দফতর থেকেও ক্রমাগত তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তালিকায় আছে মেদিনীপুরও। তাই এই সময় ওআরএস সঙ্গে রাখা গুরুত্বপূর্ণই। 

রাতে বাড়ি ফিরে ভাত খেতেই পছন্দ করেন বিজেপির তারকা প্রার্থী।  একসময় নিয়মমাফিক খাবার খেতেন, এখনও অভ্যেসটা আছে।  কম খান তেল মশলা যুক্ত তরকারি। পুষ্টিবিদরা বলছেন, ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রোটিন, উচ্ছেতে রয়েছে ক্যালশিয়াম, পটাশিয়াম, বেগুন রয়েছে পটাসিয়াম, কপার, ফুলকপিতে রয়েছে ভিটামিন B, C, শিঙি মাছে রয়েছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান, দইতে রয়েছে প্রোটিন, পটাসিয়াম। সেভাবে দেখতে গেলে হিরণ ব্যালেন্সড ডায়েটই মেনে চলছেন। 


হিরণের লড়াই ঘাটালের দুবারের সাংসদ দেবের সঙ্গে। লড়াইয়ের ময়দানে রয়েছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ও।  নাম ঘোষণার পর থেকেই জোরদার জন সংযোগে নেমেছেন বিজেপির তারকা প্রার্থী। কখনও মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করছেন। কখনও ঢুকে পড়ছেন বাজারে, চায়ের দোকানে। বাড়ি, বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনাতেও খামতি রাখছেন না। তারই মাঝে খাওয়া দাওয়ার নিয়মেও নজর রাখছেন যতটুকু সম্ভব। 


আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?