Motorola Smartphones: মোটো জি৬৪ ৫জি (Moto G64 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোন লঞ্চ হয়েছে মোটো জি৬২ ৫জি (Moto G62 5G) ফোনের সাকসেসর মডেল হিসেবে। মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ চিপসেট। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। মোটো জি৬৪ ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে মোটোরোলা সংস্থা।
ভারতে মোটো জি৬৪ ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে কিনতে পারবেন এবং ক্রেতাদের জন্য কী কী অফার রয়েছে, জেনে নিন
ভারতে মোটো জি৬৪ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দাম ধার্য করা হয়েছে। অন্যদিকে মোটো জি৬৪ ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। Ice Lilac, Mint Green, Pearl Blue- এই তিনটি রঙে কেনা যাবে মোটো জি৬৪ ৫জি ফোন। মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে মোটো জি৬৪ ৫জি ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও ১১০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।
মোটো জি৬৪ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্টে। একটি অ্যান্ড্রয়েড পাবেন ইউজাররা। এর সঙ্গে পাওয়া যাবে তিন বছরের সিকিউরিটি আপডেট।
- মোটোরোলা 'জি' সিরিজের নতুন ৫জি ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- মোটো জি৬৪ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ চিপসেট রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনের ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩ ৩ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে ব্লুটুথ ৫.৩ এবং টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন ট্যাব, কবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস প্যাড ২?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।