সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ১৭ বছর আগে জমি আন্দোলন ঘিরে একইভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম ( Nandigram )।  ভোটের মুখে বিজেপি ( BJP ) কর্মীর খুন ঘিরে নন্দীগ্রামে ফিরল পুরনো স্মৃতি। বিক্ষোভ, অবরোধ, লাঠিচার্জ, জ্বলল আগুন। ভয়াবহ ভাবে বিজেপি নেতার মাকে পিটিয়ে, কুপিয়ে খুন করা হল। আর সেই সঙ্গে মৃতের ছেলে সঞ্জয় আড়ি সহ আরও ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলেন। সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি SC মোর্চার অঞ্চল সম্পাদক।



ভয়ঙ্কর ভাবে আক্রান্ত  সঞ্জয় আড়িকে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এখনও। তাঁকে বৃহস্পতিবার দুপুরেই সন্ত্রস্ত নন্দীগ্রাম থেকে কলকাতায় স্থআনান্তরিত করা হয়। মারের চোটে  সঞ্জয়ের মাথার খুলি ফেটে যায়। আঘাত ভয়ঙ্কর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল বলে চিকিৎসক সূত্রে খবর। 


কলকাতায় চিকিৎসক সুনন্দন বসুর অধীনে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় সঞ্জয়কে। বৃহস্পতিবার বিকেলেই ঘণ্টাখানেক ধরে চলে তাঁর অস্ত্রোপচার। সঞ্জয়ের মাথায় জমাট বাঁধা রক্ত বের করা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। 


বিজেপির অভিযোগ, বুধবার রাত দেড়টা নাগাদ বিজেপির এসসি মোর্চার অঞ্চল সম্পাদক সঞ্জয় আড়িকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে, ধারাল অস্ত্র নিয়ে বিজেপি নেতার মায়ের ওপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা। কুপিয়ে, মাথায় রড দিয়ে মেরে খুন করা হয় বিজেপি নেতার মাকে। কিন্তু ঘটনার পরদিনই অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রামের মাটি।  


এই ঘটনার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। 


এ প্রসঙ্গে বিজেপি নেতা, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, 'ভোট যেখানে যেখানে হচ্ছে দক্ষিণবাংলায়, সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। কারণ তৃণমূলের জেতার কোনও সুযোগ নেই ...ভোটের আগে ওরা খুন করেছে। একজন ৫৬ বছরের মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পশ্চিমবাংলায় মহিলাদের কী সুরক্ষা আছে, এটা বোঝা যাচ্ছে। ' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ