কলকাতা: নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ভোটের আর এক মাসও বাকি নেই, প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সব পক্ষ। এদিন উদয়নারায়ণপুরে ফের ইভিএমে বদলার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী


কী বললেন শুভেন্দু?


এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এবার ভোটে চটি পুলিশ থাকবে না, থাকবে কেন্দ্রীয় বাহিনী। এতদিন ভোটের নামে প্রহসন হয়েছে, এবার হবে না। নিজের ভোট নিজে দিন, ইভিএমে বদলা নিন।তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।’’ দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এদিন উদয়নারায়ণপুরের সভা থেকে তিনি বলেন, 'গোয়ালঘর দেখিয়ে আবাসের টাকা লুঠ করেছে তৃণমূল।তৃণমূল মানে চোর, শুধু ভোট নয়, সরকারি পরিষেবাও চুরি করেছে।কেন্দ্রের দেওয়া চালের বস্তায় নিজেদের স্ট্যাম্প সেঁটে চালাচ্ছে তৃণমূল সরকার।রেশনের চাল-আটা সব চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রের প্রকল্পের নাম বদল ছাড়া আর কিছুই করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।বেকাররা রাস্তায়, অথচ মমতার সরকার ভুয়ো শিক্ষকদের চাকরি জন্য আদালতে গিয়েছে। শিল্প নেই রাজ্যে, কাজ নেই, বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে যুবকদের।'


আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। সাত দফায় নির্বাচন শেষ হবে আগামী ১ জুন। জোরকদমে চলছে প্রচার পর্ব। এদিন হাওড়ার সভা থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকের আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, 'সবে তো মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। মোদিজির ওপর ভরসা রাখুন। দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের তছনছ করে দিয়েছেন মোদিজি। 'অনেক বিড়ালকে নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। ছোট ছোট কেষ্ট মণ্ডল, জ্যোতিপ্রিয়, শাহজাহানদের বলব ভদ্র হয়ে যান। বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে, সুদে-আসলে কোথায় যে যাবে, রাস্তা পাবেন না।'


এদিকে ভোট ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ছবি। ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের মধ্যে পড়েছিল দেহ। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘড়ুই। পরিবারের অভিযোগ, নিহত বিজেপি কর্মীর মুখে রক্ত এবং পেটে ছেঁকার দাগ ছিল। বিজেপি করায়, বছর ৩২-এর ওই যুবককে মেরে হাত-পা মেরে দেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল, তারাই খুন করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ। অন্যদিকে, ক্যানিংয়ে বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি-সহ আহত বেশ কয়েকজন হন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: পুরুলিয়ার পর কোচবিহারেও প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বাম-কংগ্রেস জোটে আরও জটিলতা