কলকাতা: লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনই বাড়িতে CBI হানা। সেই নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালুর পর CBI যে পদক্ষেপ করেছে, তা বেআইনি বলে দাবি করেছেন মহুয়া। CBI তাঁকে হেনস্থা করতে চেয়েছে এবং প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে কমিশনে অভিযোগ করেছেন মহুয়া। (Mahua Moitra)


লোকসভা নির্বাচনে আর এক মাসও বাকি নেই। এই মুহূর্তে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি। সেই আবহেই শনিবার মহুয়ার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের নির্বাচনী দফতর এবং করিমপুরে তাঁর ভাড়াবাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় CBI. টাকার বিনিময়ে সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে এই তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। (Election Commission)


CBI-এর এই পদক্ষেপের বিরোধিতা করেই কমিশনে গিয়েছেন মহুয়া। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। মহুয়া জানিয়েছেন, নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। প্রচারে ব্যস্ত তিনি। সেই আবহেই তাঁর বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছে CBI. নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালুর পর কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্ত নিয়ে নির্দেশিকা বেঁধে দেওয়া উচিত বলে চিঠিতে জানিয়েছেন তিনি। 



আরও পড়ুন: Udhayanidhi Stalin: ’২৮ পয়সার প্রধানমন্ত্রী’, নির্বাচনী প্রচারে মোদিকে কটাক্ষ উদয়নিধির


কমিশনকে পাঠানো চিঠি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেছেন মহুয়া। ওই চিঠিতে তিনি লিখেছেন, ১০ মার্চ তৃণমূলের তরফে তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়। সব সংবাদমাধ্যমেই সেই খবর দেখানো হয়, তা জানার পরও একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে CBI. ইচ্ছাকৃত ভাবে তাঁর প্রচারে বিঘ্ন ঘটাতে, তাঁর সম্পর্কে মানুষের মনে বিরূপ ধারণা করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন মহুয়া।


মহুয়ার অভিযোগ, তল্লাশিতে কিছু পায়নি CBI. কেন্দ্রে অধিষ্ঠিত রাজনৈতিক প্রভুদের খুশি করতেই বেআইনি কাজ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়া উচিত বলেও কমিশনকে লিখেছেন মহুয়া। কমিশন নির্বাচনের আগে রাজ্যের একাধিক আধিকারিককে বদলি করেছেন যেমন, তেমন এক্ষেত্রেও কমিশনের পদক্ষপ করা উচিত বলে মত মহুয়ার। তদন্তের নামে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে সুবিধে করে দেওয়ার এই প্রচেষ্টা নিয়ে কমিশনকে পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন তিনি।