কলকাতা: পিংলায় বিজেপি কর্মীর মৃত্য়ু ও ক্য়ানিংয়ে বিজেপি নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য়পালকে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পিংলা ও ক্য়ানিয়ে যাওয়ার জন্য় সি ভি আনন্দ বোসকে অনুরোধ জানালেন তিনি। রাজ্য়পাল যাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিরোধী দলনেতা।


রাজ্য়পালকে নালিশ বিরোধী দলনেতার: লোকসভা ভোটের (Loksabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গে ফিরেছে হিংসার চেনা ছবি। পশ্চিম মেদিনীপুরের পিংলায় উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অন্য়দিকে, ক্য়ানিংয়ে বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। ভোটের আগে দলীয় কর্মীর দেহ উদ্ধার ও কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের কাছে নালিশ জানাল বিজেপি। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্য়পালের কাছে নালিশ জানান।


রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় উদ্ধার হয় বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের দেহ। মৃত শান্তনু ঘোড়ুইয়ের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে দাবি, জলে ডুবে মৃত্য়ু হয়েছে ওই বিজেপি কর্মীর। ওইদিনই সওকত মোল্লার বিধানসভা এলাকা দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিংয়ের জীবনতলায় কর্মিসভা চলাকালীন বিজেপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।


গতকাল বিরোধী দলনেতা বলেন, “আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসেছিল একটা দুর্ঘটনায় কয়েকটা বাচ্চা মারা গেছিল খুবই দুঃখজনক আপনি চোপড়াতে ভিজিট করেছেন। আপনি শান্তনু ঘোড়ুইয়ের বাড়িতে তাঁর মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন। আবেদন বলুন, দাবি বলুন আমরা বলেছি। আমরা বলেছি আপনি ক্য়ানিং ভিজিট করুন। গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্য়ামিলিতে তিনি ভিজিট করবেন।’’


এদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবার কুমিরমারীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৬ জন। তৃণমূলের অভিযোগ, দোলের দিন বিকেলে গাড়ি করে এলাকায় ঘুরছিলেন তাদের কর্মী, সমর্থকরা। গাড়িতে অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল রয়েছেন বলে অনুমান করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায়। এরপর গাড়ি থামিয়ে অঞ্চল সভাপতির ভাই-সহ তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, এলাকায় পতাকা-ফেস্টুন 
লাগানোর সময় তাদের কর্মীদের ওপরেই হামলা চালায় তৃণমূল। সুন্দরবন কোস্টাল থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Coochbehar News: তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, কাঠগড়ায় বিজেপি