সমীরণ পাল, ব্যারাকপুর: ভোট প্রচারে গিয়ে ফের পুরস্কারের 'টোপ' দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। গতকাল নৈহাটিতে তিনি বলেন, যে পঞ্চায়েত ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। তৃণমূল প্রার্থীর বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তরজা।


ফের পুরস্কারের 'টোপ': স্থানীয় সূত্রে খবর, বুধবার নৈহাটিতে এক কর্মিসভায় যোগ দেন তিনি। তৃণমূল প্রার্থীর বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে শোনা যাচ্ছে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী বলছেন, “চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, এটা আমাদের ঘোষিত নীতি। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে, সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে, তাদের প্রত্যেকের বাড়ির, আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। কালকে আমডাঙায় বলেছিলাম, যে অঞ্চল লিড দেবে, তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হল। আমাকে জিজ্ঞাসা করলেন কী প্রাইজ দেবেন। আমি বললাম, অকুণ্ঠ ভালোবাসা।’’


এর আগে রবিবার আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে একটি কর্মিসভায় যোগ দেন পার্থ ভৌমিক। সেখানেও লিড দিলে পুরস্কারের কথা ঘোষণা করেন তাঁরা। গত ১৭ মার্চ আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, “এই ১৫ হাজার ভোটে যদি লিড হয় আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলব আপনাদের একটা গিফট আমরা দেব। ১৫ হাজারের মতো লিড হলে গিফট আমরা দেব। সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবেন।’’


শুধু দলীয় নেতা-কর্মীদের জন্য পুরস্কারের টোপ নয়, লিড না দিলে ভোটারদের প্রতি আছে হুমকিও। মঙ্গলবার বাঁকুড়ার ওন্দায় প্রচারে বেরিয়ে ভোটারদের রীতিমতো হুমকি দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, “তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, তোমরা যখন ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছ, ছোট ফুল। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক, যে থাক থাক, আই ডোন্ট কেয়ার! যদি এবারে এখান থেকে দেখি যে, তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি, আমি তোমাদের এখানে আমরা কেউই আর অভিযোগ শুনতে এখানে আসব না।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: West Bengal Weather: ভরা বসন্তে শীতের আমেজ, ফের ভিজবে আপনার জেলা?