সত্যজিৎ বৈদ্য, কলকাতা : তৃণমূল কংগ্রেস কলকাতা উত্তরের প্রার্থী ঘোষণা করার আগে থেকেই দলের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তীব্র অসন্তাষ প্রকাশ পেয়েছে। কখনও মুখ খুলেছেন কুণাল ঘোষ, কখনও তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায়। একবার নয়, বারবার। সুদীপের দিকে আঙুল তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল, তাপস দুজনেই। পরবর্তীতে দলও ছেড়েছেন তাপস। বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি তাঁকে প্রার্থী করেছে কলকাতা উত্তর কেন্দ্র থেকেই। তাই এবার কলকাতা উত্তরে প্রেস্টিজ ফাইট। বিজেপির তাপস রায় বনাম তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আবারও ক্ষোভের ধিকিধিকি আগুন দেখা গেল তৃণমূলের অন্দরেই।
ভোটের মুখে সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে ধর্নায় বসলেন তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে কাজে বাধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। তাঁকে উপেক্ষা করে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাঁরই ওয়ার্ডে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। সুদীপ এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কাজ হয়নি। সেই কারণেই কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত, জানিয়েছেন মোনালিসা।
এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। শুক্রবার সুদীপের তরফে প্রতিনিধি পাঠানো হয়। তিনি কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করেন। এরপর নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় তৃণমূল কাউন্সিলরের। কিন্তু সমাধান সূত্র মেলেনি বলেই ধর্না শুরু করেছেন তিনি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
বেলা ১২ টার আপডেট :
সুদীপের সঙ্গে কথা বলার পর, সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করে ১৫ ঘণ্টা পর অবস্থান তুললেন তৃণমূল কাউন্সিলর। উল্টে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আদৌ দলে আছেন কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। দলীয় কাউন্সিলরের অভিযোগ ও তাঁর দাবি নিয়ে মুখ খোলেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে