ক্যানিং: ভোটের (Loksabha Election 2024) মুখে ফের উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা। বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল সভাপতি-সহ আহত বেশ কয়েকজন। 


ফের উত্তপ্ত ক্যানিং: লোকসভা ভোটের মুখে সওকত মোল্লার এলাকায়, ক্যানিংয়ের জীবনতলায় বিজেপির কর্মিসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মিসভা চলছিল। অভিযোগ, আচমকাই সেখানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত হন বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস-সহ বেশ কয়েকজন। ২ জনকে হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপির তরফে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। 


কী অভিযোগ সওকত মোল্লার? 


তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছেন। ৩ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে বিধায়কের দাবি। ঘটনায় সওকত মোল্লা বলেন, "এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। এখানে আমাদের চারটে ছেলে দুটো বাইকে আসছিল। এই সুব্রত দাসের নেতৃত্বে তারাও ৩-৪ জন ছিল। প্রথমে বচসা, তারপরে দু'পক্ষের মারামারি। আমাদের ৩ জন ছেলে আহত হয়েছেন। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে, তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি।''


কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা?


অন্যদিকে, তৃণমূলকে নিশানা করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি লেখেন, "লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফিরল রক্তপাত। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির ওপর হামলা তৃণমূলের। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অনুগামীদের হামলা। ২১ ও ২৩-এর ভোট-সন্ত্রাসের পুনরাবৃত্তি রুখতে চাইলে এখনই পদক্ষেপ করা উচিত কমিশনের।'' 


এদিকে ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের মধ্যে পড়েছিল দেহ। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘড়ুই। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার ও বিজেপি নেতৃত্ব। এদিন নিহতের বাড়িতে যান ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ, প্রথমে FIR নিতে চায়নি পুলিশ। স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে লিখিয়ে নেওয়ারও চেষ্টা হয়। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও নিশানা করেছেন হিরণ। CBI তদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা দাবি করেছে তৃণমূল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Garden Reach Building Collapse: 'দায় নিতে হবে শহরের প্রধানকে,' গার্ডেনরিচের ঘটনায় শোভনের নিশানায় ফিরহাদ