আবির দত্ত, কলকাতা: শুধু দেশের সীমান্ত রক্ষাই নয়, দেশের পর্যটন নিয়েও উদ্য়োগী ভারতের সেনাবাহিনি। বিশেষ করে সিকিমের সীমান্তবর্তী এলাকায় পর্যটনের (Sikkim Tourism) উন্নতি নিয়ে ভাবছে তারা। সেখানে সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি পর্যটন ব্যবস্থা আরও উন্নত করার জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে ভারতীয় সেনা। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই কথা জানিয়েছে সেনা কর্তৃপক্ষ (Indian Army)।
 
সিকিমে সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের আনাগোনা নিয়ন্ত্রণ করে রাজ্যের প্রশাসন এবং পর্যটন দফতর। যেকোনও সময়ে এবং যে কোনও পরিস্থিতিতে তাদের সাহায্য করে ভারতীয় সেনা। যে কোনও সময় ওই এলাকায় আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে কিংবা কোনও পর্যটক অসুস্থ হলে পদক্ষেপ নেয় সেনা।  


চলতি বছরের ২১ ফেব্রুয়ারি নাথু-লায় হঠাৎ তুষারপাতের কারণে আটকে পড়েছিলেন অন্তত ৫০০ পর্যটক। তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্যেরও নীচে। সেই সময় এগিয়ে আসে ওই এলাকায় মোতায়েন সেনা।


সিকিমের ওই এলাকায় মোতায়েন সেনা বাহিনি, পূর্ব সিকিমের নাথু-লা, হরভজন বাবা মন্দির, সেরাথাং, পুরনো সিল্ক রোড এবং উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট, গুরুদোংমার লেক এলাকায় পর্যটনের ক্ষেত্রে সাহায্য করে থাকে। 


প্রতি বছর অন্তত ১০ লক্ষাধিক পর্যটক ওই এলাকায় যান। এই পর্যটন ব্যবসা স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটনে সহায়তা করার জন্য একাধিক পদক্ষেপ করে থাকে ত্রিশক্তি কর্পস (Trishakti Corps)। একাধিক কালচারাল সেন্টার ও মিউজিয়াম তৈরি করে সেভাবেই পাশে দাঁড়িয়েছে সেনা। সুকনায় একটি হেরিটেজ সেন্টার তৈরি করেছে ত্রিশক্তি কর্পস। 


পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বিশেষ প্রকল্পও নিয়েছে ত্রিশক্তি কর্পস। যার নাম 'সদ্ভাবনা'। প্রথম বছরেই ৬৮টি জনকল্যাণমূলক প্রকল্প নেওয়া হয়েছিল, যার মোট অর্থমূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। সীমান্তবর্তী গ্রামগুলিকে আরও উন্নত করার জন্য একাধিক প্রকল্পও নেওয়া হয়েছে। 


যে কোনও সময় উদ্ধারকাজের জন্যও অগ্রণী থাকে ভারতীয় সেনা। আবহাওয়া সংক্রান্ত কারণে মাঝেমধ্যেই ওই এলাকায় আটকে যায় সেনারা। সেই সময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধার করার জন্য কাজ করে সেনা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: খাস জমি রয়েছে, শিক্ষক ও বিধায়ক হিসেবে পান বেতন, ঋণ, সম্পত্তির খতিয়ান দিলেন BJP-র মনোজ