অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভোটে হারের পর (Loksabha Election Result 2024) কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সামগ্রিকভাবে দেশে বিজেপির ফল নিয়েও সরব হলেন তিনি। আবারও তুলে ধরলনে 'কাঠিবাজি' ইস্যু। ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ। 


ফের বিস্ফোরক দিলীপ ঘোষ: এদিন তিনি বলেন, "পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। প্রায় ৬০ থেকে ৭০টা আসন কমেছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যেও আমরা ব্যাপকভাবে হেরেছি। কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ। রাজনীতির মধ্যেও রাজনীতি হয়। কেন আসন বদল হল, তা কেউ জিজ্ঞেস করেনি, বলেওনি। হঠাৎ নাম ঘোষণা করে দেওয়া হল। সঙ্ঘের লোকেদের বলেছিলাম এখানে পাঠানো হচ্ছে এটার উদ্দেশ্য ঠিক নয়। আমি রাজনীতিও করব না। নির্বাচনেও লড়ব না। সংগঠন দাঁড় করানো কাজ ছিল। কাজ শেষ হয়ে গিয়েছে। সঙ্ঘের লোকেরা বলেছিল, আপনি না থাকলে পার্টিটার কী হবে। আমি থেকেও পার্টির কী হচ্ছে!''


 



কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, "আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল। তাঁরও আত্মবিশ্বাস কমে গিয়েছিল। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের দায়িত্ব এটা। কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে। তাঁদের দেখে লোকে ভোট দেবে না। পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না। নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি। কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন। সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে।''


এর আগে এদিন দিলীপ ঘোষের মুখে এবার দলে ব্রাত্য-তত্ত্বও শোনা গিয়েছিল। কাঠিবাজির অভিযোগ, নির্বাচনী কেন্দ্র বদল নিয়ে উষ্মা প্রকাশের পর প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, গত ৪ বছর ধরে তিনি পার্টির কোনও প্রোগ্রামে যান না। সেই সঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, দলের তরফে তাঁকে ডাকা হয় না। তাঁর মতামতও নেওয়া হয় না। মেদিনীপুর কেন্দ্রে সাংসদের যথাযথ দায়িত্ব পালন করা সত্ত্বেও, তাঁকে ওই আসনে লড়তে দেওয়া হয়নি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sealdah Train Service: 'সম্পূর্ণ রূপে পরিষেবা বন্ধ একথা সত্যি নয়' স্পষ্ট করল পূর্ব রেল