কলকাতা: প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের (Sealdah Train Service) ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের মেন এবং উত্তর শাখায় ব্যাহত রেল পরিষেবা। সকাল থেকেই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। এই আবহে রেলের দাবি, ট্রেন বন্ধ নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে। 


কী বলছে পূর্ব রেল?


মধ্যরাত থেকে শিয়ালদার ৫ প্ল্যাটফর্ম বন্ধ। রবিবার দুপুর পর্যন্ত একই পরিস্থিতি। বেশ কিছু ট্রেন বাতিল, অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় বাড়ছে হয়রানি। স্টেশনে স্টেশনে তুমুল ভিড়। আর যা নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে বলে দাবি পূর্ব রেলের। এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "ভুল বার্তা ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে ট্রেন পরিষেবা বন্ধ। এরকম বিষয়টা নয়। শিয়ালদায় শুধুমাত্রা ১ থেকে ৫ নম্বর পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রেখেছি। ৫ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে শিয়ালদা মেন শাখাতেই ট্রেন চলাচল করে সেটা খোলা আছে। সেখানে পরিষেবা দিচ্ছি। ১২ কোচের ট্রেন চালাচ্ছি। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। যার জন্য দমদম বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেখানে যাত্রীদের কিছু সমস্যা হচ্ছে। এমন নয় যে শিয়ালদায় কোনও ট্রেনকেই আনছি না। সম্পূর্ণ রূপে পরিষেবা বন্ধ একথা সত্যি নয়। কলকাতা মেট্রোকে অনুরোধ করেছিলাম ওরা দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চালাচ্ছে। জুলাই থেকে পরিষেবা পাওয়ার জন্য মানুষের সহযোগিতা পাচ্ছি।'' 


 


ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত: শিয়ালদা শাখায় প্রতিদিন ৮৯৪টি ট্রেন যাতায়াত করে। তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০৬। সেই ৮০৬টা ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। 


ফের পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা: ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল চালু থাকলেও, অনেক ট্রেন দেরিতে ঢুকছে। রেল সূত্রে খবর, রবিবার এই কাজ শেষ হলে, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি দমদমের দিকের অংশ ৬০ মিটার করে বাড়ানো হবে। তার জন্য চলতি মাসেই ফের ২-৩দিনের ট্রেন চলাচল বিঘ্নিত হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Loksabha Election Result 2024: "উনি হিমালয়ের মতো, ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে,'' দিলীপের পাশে BJP বিধায়ক