কলকাতা: লোকসভা নির্বাচনের ফল (Loksabha Election Result 2024) ঘোষণার পর তৃণমূলের চিন্তা শহরের ভোট। যা নিয়ে এবার সরব সৌগত। তাঁর মতে, লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেয়েছে, তাঁরাই রক্ষাকর্ত্রী। শহরের অবস্থাপন্ন, বড় ফ্ল্যাটের লোকে ভোট দেয়নি বলেও দাবি দমদমের তৃণমূল সাংসদের। 


তৃণমূলের ফল নিয়ে কী বক্তব্য দমদমের সাংসদের? 


গত কয়েকদিনে বারবার কলকাতার বুকে তৃণমূল কাউন্সিলরদের দ্বন্দ্বের জেরে কাটমানি-তোলাবাজির অভিযোগ প্রকাশ্য়ে চলে আসছে। সেই আবহেই শহুরে ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন দমদম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থ বারের জন্য় জয়ী সৌগত রায়। দমদমের তৃণমূল সাংসদ বলেন, "যাঁর লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাঁরাই কিন্তু আমাদের রক্ষাকর্ত্রী। তাঁরা ঢেলে ভোট দিয়েছে। তাই আমরা জিততে পেরেছি। গ্রামে সবাই ভোট দিয়েছে। কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে, যে একটা ভাগ আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন, বড় ফ্ল্য়াটে থাকে তারা আমাদের ভোট দেয়নি।''


লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভায় বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরভোটে যেখানে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টোদিকে, ২০২১-এ কলকাতা পুরসভায় ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, এবার তাদের লিড কমে হয়েছে ৯৮টি ওয়ার্ড। লোকসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল বিপুল সাফল্য় পেলেও, শুধু কলকাতা নয়, জেলার পুরসভাগুলির ফলাফলও চিন্তা বাড়িয়েছে তাদের। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে।


লোকসভা ভোটের ফল অনুযায়ী বরানগর পুরসভার ৮টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব চেয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নির্দেশ দেন, নির্বাচনে আপনাদের ওয়ার্ডে কেন পিছিয়ে পড়লাম, তার ব্যাখ্যা দিন। ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্বধর্না সভায় দমদমের তৃণমূল সাংসদের প্রশ্নের মুখে পড়েন দলীয় কাউন্সিলররা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: NEET Paper Leak: পরীক্ষার একদিন আগে প্রশ্ন ফাঁস! স্বীকারোক্তি NEET-দুর্নীতির মাস্টারমাইন্ডের