সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রবিবার দলের প্রার্থী ঘোষণার পর থেকেই  দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্জুন ( Arjun Singh )। ইঙ্গিতও দিয়েছেন পদ্ম-শিবিরে যাওয়ার।  বুধবারও ফের তিনি এবিপি আনন্দর মুখোমুখি বসলেন। বললেন, তিনি পার্থ ভৌমিকের ( Partha Bhowmik ) বিরুদ্ধে ভোটে লড়বেন। শুধু এ কথা বলেই থেমে থাকেননি অর্জুন। পার্থ ভৌমিককে শানিত বাক্যে নিশানাও করেন অর্জুন। বললেন, 'পার্থ ভৌমিক কারও ভালর জন্য কিছু করেননি, শুধু কাঠি করেছেন।' 

অর্জুন যখন দুই ফুলের মাঝামাঝি রয়েছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন,  পার্থ ভৌমিকই তৃণমূলের প্রার্থী। আশা করি, মানুষ তাঁর পাশে থাকবেন। 


নেত্রী যেমন তাঁর উপর ভরসা রেখেছেন, তেমনই নিজের ওপর ও ব্যারাকপুরের মানুষের উপর ভরসা রেখেছেন পার্থ ভৌমিক।  তিনি বলেন, ' লোকসভা নির্বাচনে বিজেপির জমিদারিত্বর ইস্যু নিয়ে বারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করব।' পার্থ ভৌমিককে নিজের বাড়িতে অর্জুনের চা খাওয়ার আমন্ত্রন প্রসঙ্গে পার্থ বলেন, অর্জুনের বাড়িতে মমতার জায়গায় মোদইর ছবি লাগানো হয়েছে। তাই কেন আমি ওর বাড়িতে যাবো?


অর্জুনকে নিশানা করে পার্থর আক্রমণ, ' আমি কারও বাড়ি ভাঙিনি। কাউকে খুন করিনি। কারও ওপর ঔদ্ধত্য দেখাইনি। তাই বারাকপুরের মানুষ আমাকে গ্রহণ করবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি জয়ী হবই। আমায় ওই চেয়ার আঁকড়ে ধরে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই।' 


পার্থর প্রশ্ন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে মোদির ছবি রাখা হবে, ' সেই বাড়িতে গিয়ে আমি হাতজোড় করে দাঁড়াবো?ভোট চাওয়ার জন্য যেতে পারি। '


ব্যারাকপুরে পার্থ-অর্জুন সংঘাতই এখন বাংলার রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়।  অর্জুন জানিয়েছেন, তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন এটা নিশ্চিত। তাঁর অভিযোগ, দলের একাংশকে দিয়ে তাঁর বিরোধিতা করানো হয়েছে পরিকল্পিতভাবে। 'পুরোটাই স্ক্রিপ্টেড। ছোটবেলা থেকে কখনও বিনা টিকিটে ট্রেনে উঠিনি।' বললেন অর্জুন।


অর্জুনের অভিযোগ,' পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি। মোদিকে দেখে এই সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব' এমনই দাবি করেছেন সাংসদ অর্জুন । 


যদিও বিজেপি তাঁকে দলে ফেরাবে কি ফেরাবে না, টিকিট দেবে কি দেবে না, এই বিষয়ে কোনও কথা বলেনি। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অর্জুন এখনও বিজেপি সাংসদই। তাই তিনি কোথা থেকে ভোটে লড়বেন, তাঁরই সিদ্ধান্ত।  


আরও পড়ুন : 
কাছা-পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিলেন পার্টির পতাকা হাতে, গাড়ি থামিয়ে কাছে ডাকলেন মুখ্যমন্ত্রী, তারপর...