সুনীত হালদার, হাওড়া : মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার পথে ডুমুরজলা স্টেডিয়ামের কাছে থেমে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি। তারপর যা ঘটে, তাতে চোখে জল এসে যায় এক তৃণমূল কর্মীর। 


 ডুমুরজলা হেলিপ্যাড থেকে আকাশপথে উত্তরবঙ্গে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ডুমুরজলা হেলিপ্যাডে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী । সে-সময় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ড্রেনেজ ক্যানেল রোডে অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন হাওড়া পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী পিন্টু মণ্ডল। দিন কয়েক আগে পিন্টুর মায়ের মৃত্যু হয়েছে। তাই কাছা পরিহিত অবস্থাতেই 'দিদি'র অপেক্ষায় ছিলেন তিনি।  কাঁচা-পাকা দাড়ি এবং চোখে চশমা ।


হেলিপ্যাডে ঢোকার মুখে হঠাতই মুখ্যমন্ত্রীর নজরে পড়েন পিন্টু মণ্ডল।  তখনই গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী।  ড্রেনেজ ক্যানেল রোডে দাঁড়িয়ে যায় তাঁর গাড়ি। এরপর পিন্টুবাবু গাড়ির দিকে এগিয়ে গেলে মুখ্যমন্ত্রী তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেন, কে মারা গেছেন? পিন্টুবাবু উত্তর দেন,মা ।  তাঁকে তখন  মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন কত বয়স হয়েছিল ? ৭৫ বছরে চলে গিয়েছেন মা, জানান পিন্টু। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন। তারপর গাড়ি স্টার্ট করে এগিয়ে যান হেলিপ্যাডের দিকে। 


বছর পঞ্চাশের পিন্টু মণ্ডল ওই এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। সাইকেল নিয়ে দোকানে দোকানে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করেন। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে হেলিকপ্টারে চেপে বিভিন্ন জেলায় সফরে যান। পিন্টুবাবুর কানে খবর গেলে, তিনি তাঁর হাজার কাজ ফেলে মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন। তবে এদিন যেভাবে মুখ্যমন্ত্রী তাঁকে কাছে ডেকে কথা বললেন তাতে আপ্লুত তিনি।  এদিন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর তিনি বলেন, ' এই জন্যই তিনি দিদি। তাXর মত সাধারণ এক তৃণমূল কংগ্রেস কর্মীকেও কাছে টেনে নিয়েছেন। এটা তাঁর পক্ষেই সম্ভব।' 


মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড়ের উন্নয়নমূলক বোর্ডের সদস্যদের সঙ্গে সভা করেন। উত্তরকন্যায় প্রশাসনিক সভা সেরে বুধবারই কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি শহরে যে পদযাত্রা ও জলপাইগুড়ির ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাতে কিছুটা কাটছাঁট হয়। পরে পদযাত্রা কর্মসূচি বাতিল হয়। শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে ফের CAA  ইস্যুতে কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন :  


'কানের নিচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না', মেদিনীপুরে গলা চড়ালেন দিলীপ