বাঁকুড়া: সরস্বতী পুজোর (Saraswati Puja) নিরঞ্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি (Lorry Accident)। মৃত এক, আহত অন্তত ১৫ জন। রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) সোনামুখী শহরের বেলতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পানাগড় রোডে সরস্বতী পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছিল, তখনই নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতিতে যাওয়া একটি লরি। আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় সোনামুখী হাসপাতালে। গুরুতর আহত কয়েক জনকে পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। লরির চালক ও খালাসি পলাতক। লরিটি আটক করেছে পুলিশ। 


উল্লেখ্য, সম্প্রতি রড বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় খাবারের দোকানে (Lorry Accident)। লরির নিচে থেকে তিন জনকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাটি ঘটেছে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামের কাছে।


এ দিন একটি রড বোঝাই লরি রামপুরহাটের দিকে আসছিল। মাঝখণ্ড গ্রামের কাছে লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ট্রাফিক পুলিশের দাঁড়ানো সেটটিকে  প্রথমে ধাক্কা মারে, এরপর একটি খাবারে দোকানে ঢুকে যায়। দমকল ও স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে। তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। এলাকার মানুষের অনুমান আরও দু একজন ভিতরে ঢুকে আছে। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ।


গত শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলি সেতুতে  (Second Hooghly Bridge)  লরি দুর্ঘটনা ঘটে। অঘটনের জেরে তৈরি হল বিপত্তি ।  পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৩টে নাগাদ হাওড়াগামী ২টি লরি আচমকাই এসে ডিভাইডারে ধাক্কা মারে। এতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভাইডার ও সিগন্যালিং ব্যবস্থা। ২টি লরির চালককেই আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই  লরির চালকই দাবি করেছে, হাওড়ার দিকে নামার সময় আচমকা সামনের একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তখন সামলাতে না পেরে তাঁরা ডিভাইডারে ধাক্কা মারেন।