অভিজিৎ চৌধুরী, মালদা: বছর বছর গঙ্গা ভাঙনে জেরবার মালদার এই এলাকার বাসিন্দারা। ঘুমের মধ্যেও আতঙ্ক তাড়া করে এই বুঝে সব ভেসে গেল ! যদিও এতকিছুর পর পরিস্থিতি বদলায়নি। এদিকে গঙ্গা-ভাঙনের জন্যও বিজেপিকে দায়ী করলেন শাসকনেতা ! মালদায় গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গেরুয়া শিবিরকে জোর নিশানা সেচমন্ত্রী মানস ভুঁইঞার। তিনি বলেন, 'ভাঙ্গন রোধে একটিও পয়সা দিচ্ছে না দিল্লির বিজেপির সরকার।'


সোমবার মালদার মানিকচকের ভূতনীতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে করে  বিজেপিকে কটাক্ষ করল সেচমন্ত্রী মানস ভুঁইঞা। তিনি এদিন বলেন, 'প্রতিবছরই গঙ্গা ভাঙ্গনে মালদার মানিকচক এবং ভূতনির বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এমত অবস্থায় কীভাবে ভাঙ্গন রোধ করা সম্ভব, তার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু গঙ্গা ভাঙন রোধে একটিও পয়সা দিচ্ছে না দিল্লির বিজেপির সরকার।'


এদিন সেচমন্ত্রী মানস ভুঁইঞার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি-সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তাঁদের নিয়েই এদিন সেচ মন্ত্রী মানস ভুঁইঞা ভূতনীর বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। ভাঙন পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন। বন্যার পর ভূতনীতে কোথায় কোথায় নদী বাঁধের কী পরিস্থিতি রয়েছে তা খতিতে দেখেন।


গতমাসেই বন্য়া দুর্গতদের পাশে দাঁড়াতে মালদার মানিকচকের ভূতনি এলাকায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্য়া দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন তিনি। আর্থিক সাহায্য় প্রদান করেছিলেন স্বজনহারাদের। এই প্রেক্ষিতেই ভাঙন রোধে রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা।অন্য়দিকে ত্রান বিলি করার আগে ভূতনি ব্রিজে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। 


আরও পড়ুন, জমি বিবাদেই খুনের ছক কষা হয়েছিল সুশান্তকে? বদলা নিতে মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'তৃণমূল যদি উদ্য়োগ নয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দিল্লিতে দরবার করব। ২০ হাজার মানুষ আমাকে স্বাগত জানিয়েছে। আর কয়েকজন ভাতার জন্য় এসব করেছে। মানিকচক তৃণমূল কংগ্রেসের বিধায়ক  সাবিত্রি মিত্র বলেছিলেন, বন্য়া দুর্গতরা কয়েকজন করেছে। তৃণমূল নেই এর মধ্য়ে। ভূতনির মানুষকে অপমান করেছে তিনি। উনি কেন উদ্য়োগ নিয়ে ভাঙন রোধের কাজ করছেন না।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।