আশাবুল হোসেন, কলকাতা : আগামী বছর জি-২০ সম্মেলনে ভারই আয়োজক দেশ। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে আজ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে রাষ্ট্রপতি ভবনে, যার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। রাজধনীতে রওনা হওয়ার আগে বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানালেন, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের তেমন সম্ভাবনা নেই।
জি-২০ লোগো বিতর্ক
দিল্লি যাওয়ার আগে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০র লোগোতে পদ্ম চিহ্নের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের একাংশ। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ কথা ঠিকই পদ্ম আমাদের জাতীয় ফুল। কিন্তু জাতীয় কোনও চিহ্ন ব্যবহার করতে তো বাঘ, ময়ূর বা অন্য কিছুও ব্যবহার করা যেত। কিন্তু বিজেপির চিহ্ন পদ্ম, যা কিনা আমাদের দেশের জাতীয় ফুলও বটে, তার ব্যবহার নিয়ে অন্যরা প্রশ্ন তুলতেই পারেন। আমি তুলছি না। কিন্তু আমাকেও নানা মহলের প্রশ্নের উত্তর দিতে হয়। এরকম কেউ প্রশ্ন করতেই পারেন। আমি আগেই দেখেছি, জি-২০ লোগোতে পদ্মের ব্যবহার, আমরা প্রশ্ন তুলিনি। কারণ দেশের কথা বাইরে গেলে, তা ভাল লাগে না। কিন্তু আমি না কথা তুললেও অন্য কেউ তো তুলতেই পারেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আগামী বছর দিল্লিতে অনুষ্ঠিত হবে এই G20 শীর্ষ সম্মেলন। তার লোগোতে পদ্ম ফুল ব্যবহার নিয়ে আগেই কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ বাঁধে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন যে এটি 'বিস্ময়কর' যে পদ্ম, যা ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতীক, জি 20 লোগোর অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে!
১৯৫০ সালে পদ্মকে জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়েছিল, বলে পাল্টা যুক্তি দেয় বিজেপি।
বানারহাটে টাকা উদ্ধার নিয়ে মমতা
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বিজেপির বিরুদ্ধে আরও নানা অভিযোগ ঝরে পড়ে। সম্প্রতি জলপাইগুড়িতে গাড়ি থেকে ১ কোটির কাছাকাছি টাকা উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সব টাকা, গুন্ডা আর অস্ত্র আসছে বিজেপির জন্য। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে এসব আনছে ওরা। এসব না করে রাজনৈতিকভাবে লড়তে বিজেপিকে আবেদন জানাচ্ছি' ।
রবিবার জলপাইগুড়িতে সন্দেহভাজন গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হয় প্রায় ৯৪ লক্ষ টাকা ! পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয়। আরোহীদের কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় তল্লাশি। গাড়ির অতিরিক্ত স্টেপনির ভিতরে প্লাস্টিক মোড়ানো টাকার বান্ডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালক-সহ আরোহীদের।