সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের মদন মিত্রের (Madan Mitra) গলায় খেলার ডাক। বললেন, 'কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির (BJP) দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না', রবিবার, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্তব্য মদনের। আর এবার পাল্টা নিশানা  রাহুল সিনহার (Rahul Sinha) ।


মদন মিত্রের হুঁশিয়ারির পর রাহুল সিনহা বলেন, 'দলে কোণ ঠাসা। হুঁশিয়ারি দিয়ে নজরে আসতে চাইছেন।'উত্তর ২৪ পরগনার ঘোলা  বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মন্ডলের উদ্যোগে কৃষকদের কাজে ,কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ,বিধায়ক মদন মিত্র এদিন মঞ্চ থেকে এই কাস্তে কোদাল বিলি করা হয় মদন মিত্র বলেন,' খেলা কিন্তু শুরু হয়ে গেল। বিলকান্দা ১ সিপিএম বিজেপি শুনে রাখো। রাজ্যের এই সভা থেকে কোদাল আর কাস্তে খেলা শুরু হয়ে গেল। আমরা প্রস্তুত একেবারে গোল শূণ্য খেলার ৯০ মিনিট খেলতে হবে না। প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। আমরা বুথ থেকে ১ কিলোমিটার দূরে থাকব। ভোট হলে তো তৃণমূল দখল নেবে বুথেই এজেন্ট দিতে পারবে না l হাতে কোদাল কাস্তে হাতে  থাকলে বিজেপির দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না l'


প্রসঙ্গত, শুধু বিরোধীদের নয়, প্রয়োজনে সতীর্থ কেউও কটাক্ষ করলেও তিনি উত্তর দিতে ছাড়েন না।গতকাল সতীর্থ ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নাম না করে 'পাগল'-কটাক্ষর জবাব মদন মিত্রর (Madan Mitra)। গানের মাধ্যমে ফিরহাদ হাকিমকে জবাব দিয়েছেন কামারহাটির বিধায়ক। উল্লেখ্য, সম্প্রতি ‘অস্ত্র প্রশিক্ষণ’ মন্তব্যের জেরে, মদনকে কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’ মদন মিত্রের সম্পর্কে এমনটাই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে মদন মিত্রর পাল্টা মন্তব্য, 'আমরা দুই ভাই, আমি ছাগল হলে, উনিও তাই।' সতীর্থ ফিরহাদ হাকিমকে নাম না করে পাগল-কটাক্ষর জবাব মদন মিত্রর। গানের মাধ্যমে ফিরহাদ হাকিমকে জবাব দিলেন কামারহাটির বিধায়ক। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মুখে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের বিধান দেন মদন মিত্র। বলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা'। বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে দলীয় সভা শেষে বেফাঁস কামারহাটির তৃণমূল বিধায়কের।


আরও পড়ুন, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের ৪৮ ঘণ্টা পার, এখনও পৌঁছল না ফরেন্সিক টিম


অপরদিকে, 'ওদের সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হবে, তা বলে দিচ্ছেন। বিধায়ক মদনবাবু ট্রিগারে কোথায় হাত রাখতে হবে, কাঁধে কোথায় বন্দুক রাখবে বলে দিচ্ছেন। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই', মদন মিত্রর বন্দুকের ট্রেনিং-মন্তব্যের প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। মদন মিত্রের অস্ত্র-প্রশিক্ষণ মন্তব্যের প্রতিবাদে টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্য খারিজ করলেন ফিরহাদ হাকিম। পাল্টা উত্তর দিতে দেরি করেননি মদন মিত্রও! আর এসবের মধ্যে অস্ত্র উদ্ধার, বোমাবাজি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।অস্ত্র প্রশিক্ষণ’ নিয়ে মদন মিত্রের এই মন্তব্যের জেরে এবার শাসকদলের অন্দরেই শুরু হল টানাপোড়েন! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী। পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না মদন মিত্রও! পঞ্চায়েত ভোটের প্রাক্কালে, কলকাতা থেকে বিভিন্ন জেলায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে! যা নিয়ে লাগাতার তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে !