সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ তা তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে। এর ফলে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাব কাটলে আমাদের রাজ্যেও তাপমাত্রা নামবে। জেলায় বাড়বে শীতের আমেজ। কলকাতাতেও নামবে পারদ। 


আগামী ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় থাকবে মেঘলা আকাশ, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। 


শীতের অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এদিকে, অক্টোবরে শীতলতম দিনের রেকর্ড গড়ার পর, রবিবার কুড়ির ঘরে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। 


পূর্ব মেদিনীপুরের আবহাওয়া:  আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন পর্যাপ্ত রোদের দেখা মিলবে। মেঘের উপস্থিতি দেখা যাবে না। জেলায় বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা তুলনায় অনেকটা কম থাকবে। এদিন সন্ধের পরেও আবহাওয়ার কোনও বদল হবে না। রাতের দিকে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৫ এর আশেপাশে থাকছে। রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ৯-১০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। উত্তর- উত্তর পূর্ব দিক থেকে হাওয়া বইবে। জেলার হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫-১৬ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সূর্যাস্তের পরে হাওয়ায় ঠান্ডা আমেজ থাকতে পারে।


দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া: আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। এর প্রভাবে শীতের প্রাক্কালে, উপকূলের জেলাগুলোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই নিম্নচাপটি প্রবেশ করতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের স্থলভাগে। এর সরাসরি প্রভাব এরাজ্যে না পড়লেও, আগামী সপ্তাহের শেষের দিকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা।