Weather Update: সকাল থেকেই সোনা রোদের সাক্ষী হবে জেলা। দুপুরেই বদলে যেতে পারে উত্তরদিনাজপুরের আবহাওয়া। রোদের পাশাপাশি জেলার কিছু অংশে উঁকি দেবে মেঘ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জেলায়। পরিষ্কার আকাশের পাশাপাশি এদিন শীতের আমেজ অনুভূত হবে উত্তরে। ইতিমধ্য়েই জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯০ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। 


South Dinajpur Weather update:  তবে মঙ্গলবার উত্তরের প্রভাব নাও পড়তে পারে দক্ষিণে। সকাল থেকেই হালকা বৃষ্টি হতে পারে জেলায়। সেই ক্ষেত্রে হিমেল হাওয়া ভোগাতে পারে দক্ষিণ দিনাজপুরবাসীকে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সকালে ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯০ শতাংশ। হাওয়া অফিস বলছে, শীঘ্রই শীতের তীব্রতা অনুভূত হবে জেলায়। 


West Bengal Weather Update: বঙ্গের আবহাওয়া


শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। 


পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় থাকবে মেঘলা আকাশ, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে শীতের আমেজ গায়ে মেখে ঘুরতে বেড়ানোর হিড়িক শুরু হয়েছে ভ্রমণপ্রিয় বাঙালির মধ্যে।


আরও পড়ুন : SBI Business Idea: মাসে রোজগার ৮০,০০০ টাকা, স্টেট ব্যাঙ্কের সঙ্গে শুরু করুন ব্যবসা