কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম কিছু দিন হল এক জায়গায়। কিন্তু তার মধ্যেই উদ্বেগ বাড়িয়ে ঘরোয়া রান্নার গ্যাসের দাম হাজার টাকার গণ্ডি ছাড়াল কলকাতায় (Cooking Gas Price)। সেই নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গ্যাসের দাম বাড়া (LPG Subsidy) নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিতে শোনা গিয়েছে রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। পাল্টা তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের (TMC) জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)।


রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে দিলীপ-জয়প্রকাশ তরজা


শনিবার শহর কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৬ টাকা। তাতে হেঁশেলে পা রাখাই এখন কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে বাঙালি মধ্যবিত্তের। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে দিলীপ বলেন, ‘‘সারা দুনিয়ায় দাম বাড়ছে। পেট্রোলিয়াম যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে। আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে। তা-ও কিছু কিছু দাম বাড়ছে। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানেও। আমাদের কিছুটা সহ্য করতে হবে।’’


দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ। তাঁর কথায়, ‘‘দিলীপবাবু কোথায়, কী বলেন, তার ঠিকানা রাখা মুশকিল। কিছু দিন আগে বলেলন, সরকার পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রণ করে না। আজ বলছেন, সরকার অনেকটা নিয়ন্ত্রণ করে রেখেছে। অন্য দেশে কী দাম, তার খবর রাখেন দিলীপবাবু! তাহলে অন্য দেশে দাম সর্বনিম্ন থাকার সময় ভারতে পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়েছিল কেন? এ সবের উত্তর নেই ওঁদের কাছে।’’


আরও পড়ুন: LPG Price Hike: মল্যবৃদ্ধির ঝাঁঝে হেঁশেলে পা রাখাই দায়, কলকাতায় হাজারের গণ্ডি ছাড়াল LPG-র দাম


অর্থনীতির যা অবস্থা, তাতে পেট্রোপন্যের শুল্ক বাড়িয়েই নরেন্দ্র মোদি সরকার চালাচ্ছেন বলেও দাবি করেন জয়প্রকাশ। তিনি বলেন, ‘‘দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এলআইসি-র মতো একাধিক রাষ্ট্রায়াত্ত সংস্থা বিক্রি করে টাকা তুলছে সরকার। পেট্রোপন্যের উপর কর চাপিয়ে সরকার চলছে।মানুষের কষ্টের দিকে খেয়াল নেই। মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছে না মোদি সরকার। তাদের তেল নীতির জন্যই সাধারণ মানুষের এত দুর্দশা।’’


কলকাতায় LPG হাজারের গণ্ডি পেরোল


২০১৪-র পর ২০২২, আট বছর পর ফের শহরে হাজারের গণ্ডি পেরোল এলপিজি-র দাম। যদিও সেইসময় ভর্তুকির পরিমাণ বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ কম পড়েছিল। এবারে ভর্তুকির পরিমাণ কম হওয়ায় চাপ অনেক বেশি বাড়ল।