মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : মেয়াদ পেরোনোয় থেমেছে চাকা। তবুও থেমে নেই মানুষের উঠানামা। সরকারি বাসের ভেতরেই রয়েছে 'মা ক্যান্টিন'। ৫টাকা দিলেই মিলছে পেট ভরে ডিম ভাত। এমনই ছবি দুর্গাপুর বাসট্যান্ডে। পরিত্যক্ত সরকারি বাস দাঁড় করিয়ে গোডাউন তৈরি করে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে বলে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই বাতিল হওয়া গাড়ি ফেলে না দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নিম এসবিএসটিসি।
সরকারি নিয়মে ১৫ বছর পর শেষ হয় বাসের মেয়াদ। মেয়াদ শেষ হলে আর রাস্তায় নামানো যায় না দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার (এসবিএসটিসি) বাস। এইরকম একটি পরিত্যক্ত বাসকে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে আনা হয়। তারপরেই যেখানে রুটের নাম লেখার কথা সেখানে লেখা হয় 'মা ক্যান্টিন' । আর ভেতরে যেখানে যাত্রীদের বসার কথা সেখানে টেবিল আর চেয়ার রাখা হয়েছে। বাসের ভেতর ৫টাকায় ডিম ভাত খেতে ভিড় জমছে বহু মানুষের।
প্রতিদিন দুপুর হলেই ভিড়।২৪ জন একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এভাবেই চলছে সরকারি বাসের ভেতর দুর্গাপুর নগর নিগমের মা ক্যান্টিন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রিনা মণ্ডল দাবি করেন, "আমরা দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করেছিলাম একটি পরিত্যক্ত বাস দেওয়ার জন্য। ওই বাসের ভেতর বসে শান্তিতে খেতে পারবে মানুষজন। গ্রীষ্ম, বর্ষায় সমস্যায় পড়তে হবে না।"
তবে এই উদ্যোগের সমালোচনাই শোনা গেল সিপিএমের মুখে। সিপিএম নেতা সিদ্ধান্ত বসু বলেন,"দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস না চালিয়ে গোডাউন বানানো হয়েছে। সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাসগুলি। সেখান থেকে মাসোহারা তুলেছে তৃণমূল নেতারা। এর জন্য এসবিএসটিসির চেয়ারম্যানও দায়ী।"
সাধারণ মানুষের সুবিধার জন্য পরিতক্ত বাসে ক্যান্টিন চলছে , বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি। তিনি বলেন,"বহু বাইরের মানুষ আসেন ওই বাসস্ট্যান্ডে। গরিব মানুষদের সঙ্গে তাঁরাও খান। বাসের ভেতর খেতে সুবিধা। পরিত্যক্ত বাস সাজিয়েই মা ক্যান্টিনটি চলে।"
দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন,"দুর্গাপুর নগর নিগম থেকে প্রস্তাবটি এসেছিল । সেই বাস সুন্দরভাবে সাজিয়ে মা ক্যান্টিন চালাচ্ছেন তাঁরা। আমরা সেই প্রস্তাব সমর্থন করে একটি ব্যবহারের অযোগ্য বাস দুর্গাপুর নগর নিগমকে দিই। সেই বাসের ভেতর এক মা ক্যান্টিন চলছে। সাধারণ মানুষের সুবিধা হচ্ছে সেই বাসের ভেতর পাঁচ টাকার ডিম খাবার খেতে।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে