সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল, কলকাতা : শনিবার কাঁথির সভা থেকে অভিষেক ( Abhishek Banerjee ) বলেছিলেন, পঞ্চায়েত ভোট ( Panchayet Poll ) শান্তিপূর্ণ হবে। কিন্তু, মঙ্গলবার কার্যত উল্টোসুরে মদন মিত্র ( Madan Mitra ) ফের বলেন, মাটি রক্ষার জন্য কোদাল, বেলচা তো লাগবেই! তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে অগ্রাহ্য করছেন মদন মিত্র?
'মরিবার মতো ঠাঁই রাখার জন্য কোদাল, বেলচা তো লাগবেই' ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখালেন মদন মিত্র! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বারবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের কথা বলছেন, তখন মদন মিত্রর গলায় আবারও হুঁশিয়ারির সুর!
গত কয়েকমাসে, তৃণমূলের বিভিন্ন বৈঠক-সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। শনিবার কাঁথির সভা থেকেও একই আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু, এরপর দু’দিন পেরোতে না পেরোতেই অভিষেকের সম্পূর্ণ উল্টোসুর মদন মিত্রর গলায়! বললেন, ' খোচড় ছাড়া পলিটিক্স হয় না, আমি খোচরের কাজ করি । আগামী এক মাস আমি বুথের থেকে এক কিলোমিটার দূরে বসে থাকবো । অভিষেকের মেসেজ এসে গেছে সারা বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে এবং আমি বিলকান্দাকে স্যালুট জানাই গতকাল থেকেই তারা অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য কোদাল এবং কাস্তে বিলি করা শুরু করে দিয়েছে । '
আরও পড়ুন, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! 'অযোগ্যদের' তালিকায় কারা কারা রয়েছেন?
এটা অবশ্য প্রথম নয়। অভিষেকের মন্তব্যের পর রবিবারও মদন মিত্রর গলায় শোনা গেছিল উল্টো সুর! বিলকান্দায় তিনি বলেছিলেন,' সিপিএম-বিজেপি শুনে রাখ আজকের এই মিটিং থেকে এই কোদাল আর কাস্তে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। গেট রেডি ফর ফাইনাল ম্যাচ। উই আর রেডি। আমরা আছি। আমরা বুথ থেকে ১ কিলোমিটার দূরে থাকব। আরে বোকার দল,খালি বলছে তৃণমূল হামলা করবে। তৃণমূল দখল নেবে। আরে ভোট হলে তো দখল নেবে? আরে ভোট হবে না, অন্য কোনও কারণ নয়, আমার তো দুটো দল লাগবে। দু’দিকের গোলপোস্টে লোক লাগবে তো।'
তিনি আরও বলেন, ' অভিষেককে তো বলতেই হবে, অবাধ শান্তিপূর্ণ ভোট করতে হবে। সরকারি দলে আছি, বলা সম্ভব নাকি সন্ত্রাস করতে হবে? বলতেই হবে। আবারও বলছি, কামারহাটিতে একই কাজ করব।কামারহাটিতে আবার বিলি করব।'
মদনের এই মন্তব্যের প্রতিক্রিয়ার প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ,'মমতা, অভিষেক বলে দিয়েছে, শান্তিপূর্ণ ভোট করতে হবে। এধরনের মন্তব্য ঠিক নয়।'
পঞ্চায়েত ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? না কি শীর্ষ নেতৃত্ব যাই বার্তা দিক নিজেদের মতো করে ভোট করাবে নিচুতলা?
উত্তরের জন্য আর কয়েক মাসের অপেক্ষা।