কলকাতা: ওএমআর শিটে (OMR Sheet) নম্বর বাড়িয়ে অযোগ্যদের সুপারিশ! ৪০ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ, জানাল স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! অযোগ্যদের সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ কমিশনেরই!                                         


কারা কারা রয়েছেন সেই তালিকায়? 


কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান- এই বিষয়গুলিতে এই 'ভুয়ো নিয়োগ' হয়েছে। যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।                                                                    


এই ৪০ জনের মধ্যে বাংলা বিষয়ে ২১ জনকে নিয়োগ করা হয়েছিল। জীবনবিজ্ঞানে ৩ জন, ইতিহাসে ১০ জন, ভূগোলে ১ জন, ভৌতবিজ্ঞানে ১ জন এবং ইংরেজিতে ৪ জন।                                     


একনজরে দেখে নিন সেই তালিকা- 




আরো পড়ুন, 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের




প্রসঙ্গত, আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কমিশনের ওয়েবসাইটে ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে ১৮৩ জনের বেআইনি চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন।                                            


এদিন এই বেআইনি চাকরির সুপারিশের প্রমাণ দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা কোনও ভূতের কাজ নয়। কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন।' যদিও ‘আসল ওএমআর শিট নষ্ট হয়ে গেছে’, আদালতে দাবি কমিশনের আইনজীবীর। ‘ওএমআর শিট নিয়ে এত প্রশ্নের পর কীভাবে নষ্ট করা হল?’, প্রশ্ন বিচারপতির।