কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতিতে যাওয়া নিয়ে সৌগত রায়ের মন্তব্যের পাল্টা এবার মদন মিত্র (Madan Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে 'বিরতি' থেকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য অনুরোধও জানালেন। পরামর্শ দিলেন বড় মিছিল করার।
লোকসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতিত্বের প্রসঙ্গ উঠে আসছে। এরইমধ্য়ে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে একটি পোস্ট ঘিরে শুরু হয় কৌতুহল। সেখানে তিনি লেখেন, "কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদা অন্বেষণ করতে ও বোঝার সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও খামতি রাখবে না। অভিষেকের 'বিরতি' শব্দ ব্য়বহার নিয়ে শুরু হয় চর্চা।''
এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, "ইংল্যান্ড বা পাশ্চাত্যে নিয়ম করে বহু নেতারা হলিডেতে যায়। উইকএন্ডে যায়। ঋষি সুনক দেখুন, জো বাইডেন দেখুন সবাই যায়। আমাদের দেশে যায় না। অভিষেক নিয়ম করে যাচ্ছে, এটা তো ভাল। মনটা রিফ্রেশড হয়ে আসবে, ভাল হবে। মমতা বন্দ্যোপাধ্য়ায় সবসময় কাজ করতেই অভ্যস্ত। উনি তাই করছেন। অভিষেক অনেক মডার্ন স্টাইলে চলার চেষ্টা করে। উনি নিচ্ছেন।''
আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তরজা। সৌগত রায়ের মন্তব্যের পাল্টা কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "টিভিতে সৌগত রায় বলছেন, জো বাইডেন যেমন ছুটি নিত, সেইরকম অভিষেক ছুটি নিচ্ছে। আচ্ছা এটা কোনও কথা হল? আমি যদি বলি আমার কাছে খবর আছে চার্চিলও এরকম ছুটি নিত? এই ধরনের কথাবার্তা বলে, পার্টির যে ছেলেগুলো তাঁদেরকে কনফিউজড করে দেওয়া।'' তিনি আরও বলেন, "সে তো বাংলার চিফ মিনিস্টার নয় যে পরের দিন অফিসে না গেলে কালকে ফাইলগুলো আটকে যাবে। ধরুন যে অভিষেক যদি অফিসে ১০ দিন না থাকে, তাহলে তো বাংলার কোনও অগ্রগতি আটকাচ্ছে না। এই বিরতি তো একটা বিচ্ছিরি বিরতি হয়ে যাচ্ছে। কাল থেকে অভিষেককে আমি অনুরোধ করছি, অভিষেক তুই তাড়াতাড়ি ফিরে আয়, ফিরে একটা মিছিলের কল কর। লম্বা মিছিল। ২ টো মিছিল। ধর্মতলার মোড় থেকে একটা মিছিল যাবে সাউথে, একটা মিছিল যাবে নর্থে। একটা মিছিল যাবে বরানগর, একটা মিছিল যাবে গড়িয়াহাট।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে,' নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর