সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  মদন মিত্র ( Madan Mitra )  মানেই ব্যতিক্রম। মদন মিত্র মানেই ছক ভাঙা কথা। মদন মিত্র মানেই চেনা লাইনের বাইরে গিয়ে কথা বলা। সোজাসাপ্টা কথা বলতে মদনের জুড়ি মেলা ভার ! গত বছর থেকে একাধিকবার গান গাইতে দেখা গিয়েছে মদন মিত্রকে। হইহই ফেলে দিয়েছিল কামারহাটির বিধায়কের মিউজিক অ্যালবাম ! ইদানীং আবারও গান গেয়েছেন মদন। 



Viral ভিডিও 
এবার ভাইরাল হল উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana ) এক সভায় মদনের এক মন্তব্য। ইদানীং কালে রাজনৈতিক তরজা শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকে না। ব্যক্তিগত আক্রমণ, কাদা ছোড়াছুড়িও চলতে থাকে। প্রায় সব রাজনৈতিক দলের নেতাদেরই দেখা গিয়েছে এই ট্রেন্ডে গা ভাসাতে। এবার এই স্রোতের উল্টোদিকে হাঁটবেন বলে জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। 


কুকুরের সঙ্গে তুলনা 
দক্ষিনেশ্বরে ( Dakshineswar ) একটি অনুষ্ঠানে গিয়ে মদন মিত্র বলেন, ' ইদানীং, রাজনৈতিক নেতাদের তর্ক বিতর্ক এমন একটা পর্যায়ে চলে গেছে পাড়ার কুকুর, যেগুলো আছে ঘেউ ঘেউ করে , ওরাও এতো অসভ্যতা করে ঘেউ ঘেউ করে না  l ' অর এই ট্রেন্ডের বাইরেই নিজেকে রাখতে চান তিনি। তাহলে কী করবেন মদন মিত্র ? 


মদন এদিন চাঁচাছোলা ভাবেই বলেন, ' রাজনৈতিক নেতাদের যে বিতর্ক সেটা এমন একটা লেভেলে চলে গেছে, পাড়ার কুকুর যেগুলো আছে, ঘেউ ঘেউ করে , ওরাও এত অসভ্যতা করে না। সেই জন্য আমি গতকাল থেকে ঠিক করেছি, কারও বিরুদ্ধে বলতে গেলে একটা গান গেয়ে বলব এবং তাঁকে বলব আমার বিরুদ্ধে যা রাগ তা গান গেয়ে তা একটা গান গেয়ে বলতে । '


মহালয়ায় মদনের কাজ ঘিরে বিতর্ক
সম্প্রতি মদনের করা একটি কাজ ও মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এমনকী নিজের দলের নেতাদের নিন্দাও জোটে তাঁর কপালে। মহালয়ার দিন কলকাতার বাবুঘাটে পিতৃপুরুষকে জল দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এরপরই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে তাঁদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন মদন মিত্র। তিনি বলেন, 'এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুক। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচনটা হবে, তারপর তর্পণ করার মতো বিজেপির আর কোনও কর্মী পাওয়া যাবে না।'