কলকাতা: কৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অর্জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড মডেল (Diamond Harbor Model) বিতর্কে অভিষেককে নিয়ে মন্তব্য মদনের (Madan Mitra)। এদিন তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমি চাই অভিষেককে আরও অনেক বেশি শক্তি জোগাতে। আসল লড়াই ছিল অর্জুনের। সেই অর্জুন অভিষেক। এরপর অভিষেকের উদ্দেশে মদন বলেন, "তোমায় মনে রাখতে হবে তোমার রথের সারথি কৃষ্ণ। আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।'' 


করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। আর এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একদিনে করা হল ৫৩ হাজারের বেশি টেস্ট করা হয়। যার মধ্যে পজিটিভ হওয়ার সংখ্যা সাড়ে এগারোশোর কিছু বেশি। লোকসভা কেন্দ্রে পজিটিভিটি রেট কমে দাঁড়ায় ২.১৬ শতাংশে। রেকর্ড ব্রেকিং বলে ট্যুইট করেন অভিষেক। ইতিমধ্যেই অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে নানা মতের কথা শোনা গিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। সাংসদের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এবার ডায়মন্ড মডেল (Diamond Harbor Model) বিতর্কের আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্জুন বললেন মদন মিত্র। 


ডায়মন্ড হারবার মডেল নিয়ে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দলীয় শৃঙ্খলাভঙ্গ বলে বিস্ফোরক দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও। কিন্তু সেখানেই থেমে থাকেনি বিতর্ক। কটাক্ষের পাল্টা তোপ। ট্যুইটের পাল্টা ট্যুইটে রাজনীতির পারদ ক্রমশ চড়েছে। এদিকে শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে (Kalyan Banerjee) তীব্র আক্রমণ করেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।। অপরূপার দাবি, নিজের বক্তব্য দলের অন্দরে রাখলেি পারতেন কল্যাণ। তা না করে কল্যাণ আসলে ‘ঘরশত্রু বিভীষণ’-এর মতো আচরণ করেছেন বলেও অভিযোগ করেছেন অপরূপা। দলের মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণের পদত্যাগও দাবি করেছেন তিনি। 


আরও পড়ুন: WB Municipal Polls: দু’সপ্তাহ পিছনো হোক বকেয়া পুরভোট, কমিশনের কাছে আর্জি রাজ্যের