কলকাতা: বেলঘরিয়ায় তৃণমূল নেতাকে শ্যুটআউটের ঘটনার পর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। শ্য়ুটআউটকাণ্ডে এবার তৃণমূল কাউন্সিলরকেই নিশানা করলেন মদন মিত্র। দলীয় বৈঠকে কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
মোটর বাইকে এসে একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। তাতেই গুলিবিদ্ধ হন, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুলি লাগে সন্তু দাস নামে এক সাধারণ যুবকেরও। যিনি বান্ধবীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে দোকানে চা খেতে এসেছিলেন। আর এই শ্যুটআউটের পর খুনের আশঙ্কা করছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। আর যা নিয়ে এবার কাউন্সিলর নির্মলা রাইকেই নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র বলেন, "কাউন্সিলর বলছেন, খুন হয়ে যাবেন বলে ভয় পাচ্ছেন। বৈঠকে যোগ দিলে কি কেউ কাউন্সিলরকে খুন করত? পার্টি আছে বলেই আমি-তুমি বিধায়ক-কাউন্সিলর। পার্টির চাদর খুলে গেলে ভিখারি হয়ে যাবেন।''
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই। এবার তাঁর আশঙ্কা, তাঁকেও টার্গেট করা হতে পারে। তিনি বলেন, "আমি আগে অনেক হাইলাইট করেছি, কোনও ব্যাপার কিছু হয়নি।এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? এখন ওরা হুমকি দিচ্ছে না। এখন সোজা শ্যুট করছে। CM-কে জানাইনি। চিঠির মাধ্যমে জানিয়েছি।''
শ্যুটআউটের ঘটনায়, ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনার দুদিন পেরিয়ে যাওয়ার পরও এখনও অধরা মূল অভিযুক্ত। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন খোদ তৃণমূল বিধায়ক মদন মিত্র। ক্ষোভপ্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এদিন তিনি বলেন, "কারা গুলি করেছে, পুলিশ সব জানতে পেরেছে। ৪৮ ঘণ্টা পরও পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না।''
ধৃত ভিকি যাদব মূল অভিযুক্ত ইন্দল যাদবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অথচ সেই ধৃতের পাশে দাঁড়িয়ে, পুলিশের বিরুদ্ধে মামলা সাজানোর মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। নির্মলা রাই বলছেন, "ভিকির নামে কেস সাজানো হচ্ছে। আমি বলছি জোর গলায় বলছি, ভিকি ছিল না। ভুল কেস সাজানো হচ্ছে, ভিকির নামে।'' যদিও পুলিশ সূত্রে দাবি, শনিবার রাতে ভিকির জন্মদিনের পার্টিতেই, INTTUC নেতা বিকাশ সিং-কে গুলি করার ছক কষা হয়। এরপর ভিকির বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে ঘটনাস্থলে যায় ইন্দল যাদব-সহ ৩ দুষ্কৃতী।