রুমা পাল, কলকাতা: দোলে ক্লাবের জন্য খোলা থাকবে রবীন্দ্র সরোবর। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তে প্রতিবাদে এদিন সকালে রবীন্দ্র সরোবরে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।
দোল ও হোলির দিন রবীন্দ্র সরোবর বন্ধ থাকলেও, ভিতরের সুইমিং ক্লাবগুলি কি সদস্যদের জন্য খোলা থাকছে? উৎসবের দিন কি আয়োজন করা হচ্ছে দেদার পানীয়ের? এমনই আশঙ্কা প্রকাশ করে, মঙ্গলবার লেকের ১২ নম্বর গেটের সামনে প্রতিবাদ দেখাল লেক লাভার্স ফোরাম অ্যান্ড মর্নিং ওয়াকার্স।
মঙ্গলবার লেকের সামনে প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা প্রীতম সরকারও।
কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে KMDA। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকে। তবে এবার আশঙ্কা অন্য। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল করেছেন লেক লাভার্স ফোরামের সদস্য সৌমেন্দ্রমোহন ঘোষ। তিনি বলেছেন, সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, ১৪/১৫ মার্চ সরোবরের ভিতরে থাকা কিছু সুইমিং ক্লাব তাদের বার খোলা রাখার পরিকল্পনা করেছে। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে চাইছে সুইমিং ক্লাবগুলি। এছাড়া রং খেলার পর কিছু সাধারণ মানুষ স্নান করার জন্যও লেকে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তেমন কিছু হলে পুলিশ কমিশনারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি করা হয়েছে।
আরও পড়ুন: Belgharia Shoot Out: চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন