কলকাতা: তাপস রায়ের (Tapas Roy) পর এবার রাজনীতি (Politics) থেকে অবসরের ভাবনা মদন মিত্রর (Madan Mitra)। এদিন কামারহাটির (Kamarhati) বিধায়ক বলেন, ‘২০২৬-এর পর আর ভোটে (Election) দাঁড়াব কিনা ভাবতে হবে। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বয়সের ভার হয়ে যাচ্ছে’।     


কী বলেছেন মদন?        


মদনের কথায়, "আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে যে আর দাঁড়ানো উচিত কি না। অন্য কারো দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। এটা মেসি বলবে না। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।" 


বয়স তরজা


প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজনীতিতেও বয়ঃসীমা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়। ইঙ্গিত দিয়েছিলেন সরে যাওয়ার। রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত। নতুনদের কথা বলব, আর পদও আঁকড়ে রাখব, তা হয় না! বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যে নতুন জল্পনা। ১৯৭২ চলে গেছে আর বয়সের বাহাত্তর যাবে না? তাপস রায়ের মন্তব্যের সমর্থনে কৌশলী মন্তব্য মদন মিত্রর। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তরজা।


আরও পড়ুন, অনুমতি ছাড়া নিয়োগে ‘না’, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর


প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, রাজনীতির ক্ষেত্রে একটা সময়সীমা থাকা দরকার বলে আমি মনে করি। ষাট-পঁয়ষট্টি কিংবা সত্তর-পঁচাত্তর হোক, এর উপরে রাজনীতি করা উচিত নয়। মানুষ ষাট বছরে অবসর নেয়। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে মানুষ এর বেশি কাজ করে না। রাজনীতিও সেরকমভাবেই করা দরকার।


বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "আমি ব্যক্তিগত মনে করি, রাজনীতিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়। আমি গাওস্করের ভক্ত। আমাদেরও নির্দিষ্ট বয়সের পর অবসর নেওয়া উচিত। আমি আগেও বলেছি, আমি দলকে সঠিক সময়ে জানিয়ে দেব অবসরের কথা"। তাপস রায়ের মন্তব্যকে সমর্থন করে কৌশলী মন্তব্য করেছেন তাঁরই সতীর্থ মদন মিত্রও। তিনি বলেন, "আমার বন্ধু তাপস রায়। একটা সময় আসবে। একটা সময় তো ৭২’কে যেতেই হবে। ১৯৭২ চলে গেছে। আর বয়সের বাহাত্তররা যাবে না?"