কলকাতা: দুর্নীতি মামলায় পার্থ চট্টপাধ্যায় (Parth Chatterjee) গ্রেফতার হওয়ার পর থেকেই লাগাতার তাঁকে কটাক্ষ করে যাচ্ছিলেন। তার জেরে দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ‘সেন্সর’ করেছে তৃণমূল (TMC)। সেই নিয়ে শোরগোলের মধ্যে এ বার মুখ খুললেন কুণালেরই সতীর্থ, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। জানিয়ে দিলেন, তিনি আদার ব্যবসায়ী, জাহাজের খোঁজ রাখেন না। তাঁকে জিজ্ঞেস করে কুণালকে নিয়োগ করেনি দল, তাই এ ব্যাপারে তাঁর মতামতে কারও কিছু যায় আসে না বলে মত মদনের।
তৃণমূলে উপেক্ষিত শিকার মদন! ঠারেঠোরে বোঝালেন বিধায়ক
শনিবার কুণালকে ‘সেন্সর’ করেছে তৃণমূল। পার্থকে নিয়ে মন্তব্য় করার ক্ষেত্রে মুখে লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সেই নিয়ে রবিবার সংবাদমাধ্য়মে মুখ খোলেন মদন। তিনি বলেন, ‘‘প্রথম হচ্ছে, দল যখন কুণাল ঘোষকে মুখপাত্র করেছিল, আমাকে জিজ্ঞেস করেনি। কারণ আমাকে উপেক্ষা করা যায়। আমি জিজ্ঞেস করার মতো জায়গায় নেই। আমি জানিই না উনি কোন বিজ্ঞপ্তিতে মুখপাত্র হয়েছেন, তাহলে কোন বিজ্ঞপ্তিতে তাড়ানো হল, তার খোঁজ রাখব কেন! আদার ব্যবসায়ী, জাহাজের খোঁজ রেখে লাভ কী আছে!’’ এর আগেও, পুরসভা নির্বাচনে দলের প্রার্থিতালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের সময় নিজেকে তৃণমূলের নগন্য সদস্য বলে উল্লেখ করেছিলেন মদন। তাই তাঁর মন্তব্য নিয়েও জল্পনা শুরু হয়েছে।
দল ‘সেন্সর’ করার পর গতকাল কুণাল জানিয়েছিলেন, তৃণমূলের সৈনিক তিনি। পার্থকে নিয়ে আর কোনও মন্তব্য করবেন না। এ দিন দলের সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করতে শোনা যায় তাঁকেও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি তৃণমূলের কঠিন দিনের সৈনিক। আমি ছিলাম, আছি, তৃণমূলের সৈনিক থাকব। দল করতে গেলে বহু সময় দলের নানা বক্তব্য় মানতে হয়। আমি মানি।’’
আরও পড়ুন: Kunal Ghosh: লাগাতার পার্থকে নিয়ে মন্তব্যের জের! কুণালকে ‘সেন্সর’ করল তৃণমূল
এর পরই সকলকে চমকে দিয়ে পকেট থেকে বোরেলিনের টিউব বার করেন কুণাল। ক্যামেরার সামনে তা তুলে ধরে বলেন, ‘‘নিশ্চিত ভাবে আগাগোড়া আমি বোরোলিন মেখে চলি। জীবনের ওঠাপড়া গায়ে লাগে না। আমার মন বলছে, আমি তৃণমূলকে ভালবাসি। আমি তৃণমূল করি। কিন্তু বোরোলিন নিয়ে চলি।’’
পার্থকে নিয়ে মন্তব্যের জেরে কুণালকে ‘সেন্সর’ করেছে তৃণমূল
উল্লেখ্য, আইকোর মামলা থেকে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, পার্থর ভূমিকা নিয়ে গোড়া থেকেই আক্রমণাত্মক কুণাল। আদালতে দাঁড়িয়েও এর আগে আইকোর মামলা নিয়ে পার্থকে নিয়ে নিশানা করতে দেখা গিয়েছে তাঁকে। দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে পার্থ গ্রেফতার হওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিলেন। সম্প্রতি তাঁকে এমনও বলতে শোনা যায় যে, ‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি। আমি চক্রান্তের কথা বলায় তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমাকে পাগল বলেছিলেন। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে। আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়।নাগরিক হিসেবে বন্দিজীবনের নিয়ম যেমন আমার ক্ষেত্রে কার্যকর হয়েছিল, আশা করি তাঁর ক্ষেত্রেও তেমনই হবে।’’ এর পরই শনিবার দলের তরফে তাঁকে ‘সেন্সর’ করা হয়।