কলকাতা: আইকোর কাণ্ডে নাম জড়ানো হোক বা স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি, বিভিন্ন সময় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরাসরি নিশানা করেছেন তিনি। ইডি-র (Enforcement Directorate) হাতে পার্থ গ্রেফতার হওয়ার পরও সেই রেওয়াজ চালিয়ে গিয়েছেন। তা নিয়ে এ বার দলের নিষেধাজ্ঞার মুখে পড়লেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দলীয় সূত্রে খবর, দলের তরফে কুণালকে ‘সেন্সর’ করা হয়েছে। পার্থর বিষয়ে তাঁকে মুখে লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে। 


কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল


এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে পার্থ সম্পর্কে একটি শব্দও খরচ করতে রাজি হননি কুণাল। বরং শনিবার সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি শব্দও বলব না আমি। দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একদম ব্যক্তিগত ভাবে আমি মন্তব্য করেছিলাম। কিন্তু আজ একটি শব্দও পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলব না, আমি শুধু এইটুকু বলতে পারি, ওঁর সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না।’’


আগামী দিনে কোও পরিস্থিতিতেই কি তাহলে পার্থকে নিয়ে আর মন্তব্য করবেন না তিনি! প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ‘‘আজ কাল পরশু জানি না। আমি তৃণমূলের সৈনিক। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি কথাও বলব না।’’


আরও পড়ুন: Madan on Partha: ‘একা চলতে শেখাটাও আর্ট, হিটলারও বাঙ্কারে একাই ছিলেন’, জেলবন্দি পার্থকে জীবনের পাঠ মদনের


উল্লেখ্য, আদালতে দাঁড়িয়েও এর আগে আইকোর মামলা নিয়ে পার্থকে নিয়ে নিশানা করতে দেখা গিয়েছে কুণালকে। কিন্তু দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে পার্থ গ্রেফতার হওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিলেন কুণাল। সম্প্রতি তাঁকে বলতে শোনা যায়, ‘‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি। আমি চক্রান্তের কথা বলায় তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমাকে পাগল বলেছিলেন। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে।  আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়।নাগরিক হিসেবে বন্দিজীবনের নিয়ম যেমন আমার ক্ষেত্রে কার্যকর হয়েছিল, আশা করি তাঁর ক্ষেত্রেও তেমনই হবে।’’


লাগাতার পার্থকে নিয়ে মন্তব্য করে যাচ্ছিলেন কুণাল


শুধু তাই নয়, কোটি কোটি টাকা, গহনা উদ্ধার নিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থর সমীকরণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময়ও আক্রমণাত্মক ছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, "উনি আজকে বলছেন, এটা ওঁর টাকা নয়। বলছেন, এটা চক্রান্ত, কোনটা বলছেন, সময় এলে বোঝা যাবে। কখনও তিনি বলবেন, আমি পার্থ চট্টোপাধ্যায় কিনা,আমি নিজেই জানি না। কোনওদিন বলবেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না।’’ বিগত কয়েক দিন ধরেই এমন চলছিল। তবে এ বার কুণালকে মুখে লাগাম টানার নির্দেশ তৃণমূলের।