কলকাতা: দলে আজকাল কেউ ধর্তব্যের মধ্যে আনে না বলে একাধিক বার স্বগতোক্তি করতে দেখা গিয়েছে তাঁকে। তাই বলে দলের সঙ্গ ছাড়েননি তিনি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electioons 2023) আগেও দলের হয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্তু একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন। উদ্ধার হওয়া অস্ত্রে দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলে বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে (Arms Recovery)। সেই নিয়ে মদনকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad hakim)। কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। বরাবরের মতো এ বারও নিজের ভঙ্গিতেই জবাব দিলেন মদন।


'অস্ত্র প্রশিক্ষণ' মন্তব্যে দলের অন্দরেই সমালোচিত মদন


পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তাতে নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা তৈরির পরিকল্পনা চলছে কিনা, উঠছে সেই প্রশ্নও। কিন্তু তা নিয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি বিতর্ক বাধান মদন। তাঁকে বলতে শোনা যায়, "আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধে হয়।"


মদনের এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সেই আবহে রবিবার মদনকে তীব্র ভর্ৎসনা করেন ফিরহাদ। তিনি বলেন, "পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! দলের অবস্থান অভিষেক আগেই স্পষ্ট করেছেন। দলের সিদ্ধান্ত শান্তিপূর্ণ ভোট। মদন মিত্র কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি রাজ্যের মন্ত্রিসভায় নেই। অভিষেক যা বলেছেন, সেটাই চূড়ান্ত।"


আরও পড়ুন: Firhad Hakim: 'পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়', মদনের অস্ত্র-মন্তব্যের তীব্র বিরোধিতা ফিরহাদের


রহাদের মন্তব্যে আবার দিলীপ প্রশ্ন তোলেন, "কে পাগল, মদন মিত্র পাগল, না ফিরহাদ হাকিম পাগল? ‘মানুষের মনে এটাই প্রশ্ন।" এ নিয়ে প্রশ্ন করলে চেনা ভঙ্গিতেই জবাব দেন মদন। তিনি বলেন, "ববি আমার ছোট ভাই। ও পাগল বললে দুঃখ পাই না। বিবি আমায় পাগল বললে, ধন্য হয় সে পাগলামি। দিলীপ আমায় পাগল বললে দুঃখ পাই। কারণ একটা পাগল যদি, আর একজনকে পাগল বলে...!"


নিজের অবস্থানে অনড় মদন মিত্র


দলের তরফে ভর্ৎসনা করা হলেও এখনও নিজের 'অস্ত্র প্রশিক্ষণ' মন্তব্যে অনড় মদন। তাঁর কথায়, "দলের নেতা বা মুখপাত্র হিসেবে নয়...আপনি যেমন বিধায়ক, আমিও বিধায়ক। আপনি নির্বাচিত, আমিও নির্বাচিত। অস্ত্র শেখানোর লোক আমাদের কাছে আছে তো! কত প্রাক্তন সেনা কর্নেল রয়েছেন! ববি জানেই না, অস্ত্র শেখানোর কত স্কুল রয়েছে। অর্জুন পুরস্কার পাওয়া লোকগুলো তির, গুলি ছোড়া, রাইফেল প্র্যাকটিক করা শেখান। অস্ত্র শেখা তো অন্যায় নয়!"