বেলঘরিয়া: বেলঘরিয়ায় মদন মিত্রর (Madan Mitra) মুখে নন্দকুমার-প্রসঙ্গ। নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি (BJP) এবং সিপিএমকে (CPIM) হুঁশিয়ারি মদনের। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে মদন মিত্র বলেন, "বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার (Nandakumar) বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন।'' হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের। 


মদন মিত্রর মুখে নন্দকুমার-প্রসঙ্গ: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জয়ী হয়। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। গতকাল বাকি ১১টি আসনে নির্বাচন হয়। আর এই ইস্যুতেই এবার বিজেপি সিপিএমকে নিশানা করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, "বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন।'' পাশাপাশি এই বক্তব্য হুমকি নয় বলেও মন্তব্য করেছেন মদন মিত্র। থ্রেট করছি না, তবে সাবধানে রাস্তায় চলাচল করবেন।''


‘বাম-রাম’ হাত মেলানোয় ৬৩ আসনের সমবায় সমিতিতে শূন্য হয়ে গেছে তৃণমূল। আকাশে, উড়েছে লাল ও গেরুয়া আবির। পঞ্চায়েত ভোটের আগে এই ছবিই রাজ্য রাজনীতির পুরনো জল্পনাকে ফের উস্কে দিয়েছে। এই ইস্যুতে আগেই কটাক্ষ করেছে তৃণমূল। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "ওদের রাজ্য নেতৃত্ব একরকম বলে, কেন্দ্রীয় নেতৃত্ব আরেকরকম বলে। আগেও আমরা জানতাম বামেদের সঙ্গে ওদের জোট ছিল। সেটা প্রমাণিত হয়ে গেল। বামেদের সঙ্গে রামেদের জোট আছে, সেটাও প্রমাণিত হয়ে গেল।''


এর আগে গতকাল নন্দকুমারে এই জয় নিয়ে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। গতকাল সৌমিত্র খাঁ বলেন, বামেদের হাত ধরতেও পিছপা হবে কিনা দল বলবে এবং বুথস্তরে ধরুন আমরা তো রাজনৈতিকভাবে বলতে পারি না, কারণ আমরা সেই জায়গায় পৌঁছইনি। আমরা এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা সবাই। আমরা তো একটাই কথা বলছি, তৃণমূল কংগ্রেসকে, বিরুদ্ধে যেকোনওভাবে হারাতে আমরা রাজি আছি।


আরও পড়ুন: Jalpaiguri: বেআইনিভাবে নিযুক্ত প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ আদালতের, ইস্তফা জলপাইগুড়ির শিক্ষিকার