সৌভিক মজুমদার ও দীপক ঘোষ, কলকাতা : রাজ্য রাজনীতিতে এখন কবিতা আর গানের লড়াই। মঙ্গলবার নাম না করে, মুখ্যমন্ত্রীর সমালোচনায় ছড়া কেটেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁকে জবাব দিতে পাল্টা গান বাঁধলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাংলা থেকে কবিগানের লড়াই আজ প্রায় হারিয়েই গেছে! কিন্তু, বঙ্গ রাজনীতিতে এখন অন্যতম চর্চার বিষয় কবিতা আর গানের লড়াই রাজনীতির তরজায় লেগেছে ছন্দের ছোঁয়া!


একদিকে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপি বিধায়ক অসীম সরকার। অন্যদিকে, তৃণমূল বিধায়ক মদন মিত্র। রামপুরহাট থেকে হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। মঙ্গলবার এসব নিয়েই ছড়া বেঁধে, নাম না করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।





একদিন যেতে না যেতেই, পাল্টা দিতে ময়দানে নামেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যাঁর গাওয়া ওহ লাভলি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল, তিনি এবার গানের সুরেই রুদ্রনীলকে পাল্টা খোঁচা দিয়েছেন। ' একটা সময় তেল দিয়েছ, গ্যাস দিয়েছ তুমি,
লক্ষ টাকার চাকরি পেয়ে , চরণ দিতে চুমি। দু নৌকোয় পা রেখেছো, দুটোই যাবে ডুবে । সূর্য তখন পশ্চিমে নয়, অস্ত যাবে পুবে । ' তিনি আরও লেখেন, ' ফেস বুকেতে ফেস দেখিয়ে, কামাচ্ছ তো বেশ। ফেস বুকেতে ফেস দেখিয়ে, কামাচ্ছ তো বেশ
যা তা বলেও পার পেয়ে যাও, জানো কেউ দেবে না কেস। গিরগিটিকেও হার মানাবে, রংবদলের মাস্টার। আগে থেকেই করিয়ে রাখো, হাতে পায়ে প্লাস্টার, আগে থেকেই করিয়ে রাখো, হাতে পায়ে প্লাস্টার ' 

রামপুরহাট হত্যাকাণ্ড এবং অনুব্রত মণ্ডলকে খোঁচা দেওয়ার পর এবার ফের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে, গান বেঁধেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে ভোলা ময়রা আর ফিরিঙ্গি সাহেবের সেই লড়াই বাঙালি আজও ভোলেনি। অনেকে বলছেন, তারই ছোঁয়া যেন দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে।