কলকাতা: স্কুল খোলার পরেই শুরু হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি। ২৩ ফেব্রুয়ারি পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড নেবে স্কুল। এর পরে পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ।
আগেই ২০২২-এ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) নির্ঘণ্ট ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নভেম্বরে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBBSE) তরফে একটি যৌথ সাংবাদিক বৈঠক করা হয়। এ দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২২-এ ৭ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।
কবে কী পরীক্ষা জেনে নিন
৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চ ভূগোল পরীক্ষা
১১ মার্চ ইতিহাস পরীক্ষা
১০ মার্চ কোনও পরীক্ষা নেই
১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
১৩ মার্চ রবিবার কোনও পরীক্ষা নেই
১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। পরিস্থিতি বুঝে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে বলেই জানিয়ছিল পর্ষদ। আরও জানানো হয়েছিল ডিসেম্বরের শেষ দিকে হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এ দিন সাংবাদিক বৈঠকে এও জানানো হয়েছে যে, সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা সংক্রমণের গ্রাফ কোনদিকে যায় সেই দিকে নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলেছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল (Upper Primary School)। প্রায় ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলল স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার (School Reopening) নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Westbengal Government)। এদিন থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খুলে গিয়েছে। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু হবে, সেই নির্দেশিকা দেবে স্কুল শিক্ষা দফতর।
আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধিনিষেধ। ১১ টার বদলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কড়াকড়ি। অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সমস্ত বিধিনিষেধ কাল থেকেই প্রত্যাহার করা হচ্ছে। উল্লেখ্য, প্রায় ২ বছর পরে রাজ্য খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। করোনার জন্য ২০২০ থেকে রাজ্যে বন্ধ প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল।