পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মাধ্যমিক (Madhyamik 2022) পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে ছাত্র। গতকাল মাধ্যমিকের ইতিহাস (History) পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনার কবলে পড়েছিল ছাত্র। গুরুতর জখম হলেও পরীক্ষা দেওয়া বন্ধ হয়নি। স্রেফ মনের জোরে হাসপাতালের বেডে বসেই আজ মাধ্যমিকের জীবন বিজ্ঞান (Life Science) পরীক্ষা দিল সে।


শিক্ষা দফতর (West Bengal Education Department) সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া পাত্রসায়রে ব্লকের বালসী গ্রামের বাসিন্দা জিৎ বাগদী। ছোট থেকেই পড়াশোনায় ভালো। তার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থানীয় বাঁকিশোল হাইস্কুল। গতকাল ইতিহাস বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে জিৎ বাগদী। দুর্ঘটনায় জিতের মাথা, হাত সহ বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে।


সেই অবস্থাতেই কোনওমতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে ইতিহাস পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। পরীক্ষার পর ওই পরীক্ষার্থী গুরুতর অসুস্থ বোধ করায় স্কুলের শিক্ষকরাই জিৎকে নিয়ে যান পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে পরে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ও রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে ওই পরীক্ষার্থী হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ওই পরীক্ষার্থীর জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে শিক্ষা দফতর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েও স্রেফ মনের জোরে এভাবে পরীক্ষা দেওয়ায় পরীক্ষার্থীর প্রশংসা করেছে শিক্ষা দফতর। 


এর আগে মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন পরীক্ষার্থীরা যাতে হাতির হানা থেকে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য জঙ্গল পাহারার উদ্যোগ নেয় বন দফতরের। শুধু তাই নয়, পরীক্ষার্থীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে বন দফতরের তরফে। হুলা পার্টির সঙ্গে বাঁকুড়ার বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জের বিভিন্ন জঙ্গলপথ পাহারা বন দফতরের কর্মী ও আধিকারিকদের। জেলার বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৪৭টি হাতি। এই সময়ে জঙ্গলের গাছে গাছে পাতা ঝরে যাওয়ায় পর্যাপ্ত খাবার নেই। স্বাভাবিক ভাবেই খাদ্যের সন্ধানে হাতির দল মাঝেমধ্যেই নিজেদের অবস্থান বদল করছে। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার পথে হাতির দল মাঝেমধ্যেই পারাপার করছে বিভিন্ন রাস্তা। আর এই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে হাতির দলের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই এই উদ্যোগ নেয় বন দফতর। 


আরও পড়ুন: Bankura TMC Result: বাঁকুড়ায় ৩ ওয়ার্ডে হার কেন? কারণ খুঁজতে তৎপর মমতা ব্রিগেড