হ্যামিলটন: মহিলা বিশ্বকাপে ক্রমশ দ্যুতি ছড়াচ্ছে ভারত। স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের জোড়া শতরানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড রান ভারতের মহিলা ক্রিকেট দলের। বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ (১৮৪) স্মৃতি হরমনপ্রীতের সুবাদে। ইনিংসের শুরু থেকে এক প্রান্ত আগলে ঝকঝকে ১২৩ রানের ইনিংস খেললেন স্মৃতি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুর্দান্ত ১০৯ রানের ইনিংস হাঁকালেন হরমন।


স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের শতরানে ভর করে তিনশো রানের গণ্ডি পেরোল ভারত। শনিবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩১৭ রান করে ভারত। আর সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানও তুলল দেশের মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য, আজ শনিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলে ফের একবার নজির গড়লেন স্মৃতি। 


এ দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯ রানের মাথায় ফিরে যান ওপেনার যস্তিকা ভাটিয়া, ২১ বলে ৩১ রান করেন তিনি। ওপেনিং এই জুটিতে ছয় ওভারে ৪৭ রান উঠে যায়। ক্যাপ্টেন মিতালি রাজ করেন মাত্র ৫ রান। দীপ্তি শর্মাও কোনও বড় রান পাননি। মাত্র ১৫ করে আউট হয়ে যান তিনি।


সবমিলিয়ে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারতীয় দল। তবে এর পরেও ব্যাটে ঝড় তুলে দলকে লড়াই-এর জায়গায় পৌঁছে দেয় স্মৃতি এবং হরমনপ্রীতের দুরন্ত পার্টনারশিপ।  ১০৭ বলে ১০৯ রান করে ৪৯তম ওভারে আউট হন হরমনপ্রীত।  দুটি ছয় এবং ১০টি চারে সাজানো ইনিংস তাঁর। এক দিনের ক্রিকেটে এটি তাঁর চতুর্থ শতরান। পাশাপাশি পঞ্চম শতরানের নজির স্মৃতির ঝুলিতে। 


 






উল্লেখ্য এর আগে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) হারিয়েছিল ভারত (India)। ভারতের জয়ের প্রধান কারিগর ছিলেন পূজা এবং স্নেহ রানা। দু-জনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পাশাপাশি দলের জয়ে বড় অবদান রাখলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandana) ও রাজেশ্বরী গায়েকওয়ার (Rajeshwari gayakwad)। 


স্মৃতি (Smriti Mandana) ব্যাট হাতে তোলেন ৫২ রান। বল হাতে ৩১ রানেই ৪ উইকেট নেন রাজেশ্বরী (Rajeshwari gayakwad)। পাকিস্তানকে ১০৭ রানে হারায় ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।