কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম (Control Room) খুলল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সোমবার থেকেই চালু হয়েছে কন্ট্রোল রুম (Madhyamik Control Room)। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ। কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- ০৩৩ ২৩২১৩৮২৭ এবং ০৩৩ ২৩৫৯২২৭৪
উল্লেখ্য অফলাইনেই হচ্ছে এ বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মার্চের ৭ তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। করোনা আবহে জল্পনা ছিল জোড়া পরীক্ষা ঘিরে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা হবে অফলাইনেই।
বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা করতে হবে মার্চের ৪ তারিখের মধ্যে। মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আগের মতোই অন্য স্কুলে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে নিজের স্কুলে।
কবে কী পরীক্ষা জেনে নিন
৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চ ভূগোল পরীক্ষা
১১ মার্চ ইতিহাস পরীক্ষা
১০ মার্চ কোনও পরীক্ষা নেই
১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
১৩ মার্চ রবিবার কোনও পরীক্ষা নেই
১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পর্ষদ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, পার্শ্বশিক্ষকদের বাদ রাখা হচ্ছে নজরদারির দায়িত্ব থেকে, শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ থাকবে। করোনা আবহে পরীক্ষা। তাই বাড়ছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। সব মিলিয়ে দুই বছর পর রাজ্যে ২টি বড় পরীক্ষা। তাই সাবধানী রাজ্য।