কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী, কলকাতা : পর্যাপ্ত শিক্ষকের অভাব। মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) তাই গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা ! নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)। তবে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। 


পরীক্ষাকেন্দ্রের নিয়মে বদল


২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর জীবনের প্রথম বড় পরীক্ষায় এবার বড়সড় বদল পরীক্ষাকেন্দ্রের নিয়মে । রাজ্যে এই প্রথম, প্রথা ভেঙে, মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা ! উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষককে (Primary Teachers) কাজে লাগানো হবে। 


প্রয়োজনের জেরে প্রথা বদল


কিন্তু প্রশ্ন হল, মাধ্যমিক পরীক্ষায় নজরদারির জন্য হাই স্কুলের শিক্ষকদের ছেড়ে প্রাথমিক শিক্ষকদের কাজে লাগাতে হচ্ছে কেন ? উত্তর দিনাজপুরের মাধ্যমিক সংক্রান্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কথায় শিক্ষক সঙ্কটের বিষয়টা স্পষ্ট। আর এই শিক্ষক সঙ্কটের জন্য বদলিকেই দায়ী করছেন তিনি। উত্তর দিনাজপুরের মাধ্যমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার বলেছেন, 'এটা সত্যি নজিরবিহীন ঘটনা জেলায় ঘটে গেল। এর মূল কারণ উৎসশ্রীর মাধ্যমে গত এক বছরে জেলা থেকে প্রচুর শিক্ষক বদলি হয়েছেন। ফলস্বরূপ শিক্ষকের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে প্রাইমারি টিচার যাতে ইনভিজিলেশন করতে পারে, তার জন্য বোর্ডে প্রেয়ার দেওয়া হয়েছিল, সেদিনই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে'।


শিক্ষক-সংখ্যা


উত্তর দিনাজপুর শিক্ষা দফতর সূত্রে খবর, জেলায় মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১১৭। মোট মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৩১ হাজার। ১১৭টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নজরদারির জন্য হাই স্কুলে যে সংখ্যক শিক্ষক প্রয়োজন, জেলায় তার ঘাটতি রয়েছে। বিশেষ করে ইটাহার এবং গোয়ালপোখর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে, প্রাথমিক শিক্ষকদের যাতে মাধ্যমিকে গার্ড হিসেবে কাজে লাগানো যায়, তার অনুমতি চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর। জেলা শিক্ষ দফতর সূত্রে খবর, তার অনুমতিও মিলেছে।


আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষামহলের বিভিন্ন তরফ থেকে প্রশ্ন উঠছে, মাধ্যমিকের মতো নবম-দশমের পরীক্ষায় প্রাথমিক শিক্ষককে গার্ড হিসেবে নিয়োগ করা আদৌ যুক্তিযুক্ত? তৃণমূলের শিক্ষক সংগঠন উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কড়া সমালোচনা করেছে বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে বদলি-নীতি বিতর্ক, এমনকি পরীক্ষার গার্ড, শিক্ষকদের নিয়ে বিতর্কের যেন শেষ নেই।


আরও পড়ুন- স্কুলে বদলির নির্দেশ না মানলে এবার বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির