সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ মাধ্যমিক পরীক্ষার দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন থেকে হালকা বৃষ্টিও চলছে। এদিকে শীতের পোশাকও গায়ে চাপালে ঠিক স্বস্তি মিলছে না। মেঘলা আকাশ, মাটির তাপকেই প্রতিফলিত করে ফিরিয়ে দিচ্ছে। অনেকেই হালকা ঘামছেন। এদিকে সম্পূর্ণ অন্য ছবি উত্তরবঙ্গে। এই অবস্থায় আজ, কাল কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া , জানাল হাওয়া অফিস।


দক্ষিণবঙ্গ


দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে কার্যত শীত উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা। দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার আবহাওয়ার পরিবর্তন। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে। দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ,হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম।


উত্তরবঙ্গ


সিকিমে এবং দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার দাপট বেশি হবে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তরবঙ্গে আজ দার্জিলিঙ ও কালিম্পং পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি ,কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।


কলকাতা


কলকাতায় তাপমাত্রা সামান্য কমে ফের কুড়ির নিচে পারদ। দিনভোর শীতের আমেজ উধাও। আজও আকাশ আংশিক মেঘলা। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বৃষ্টির পরে তাপমাত্রা সামান্য নামার সম্ভাবনা।


আরও পড়ুন, মাধ্যমিকে গোলাপ উপহার পুলিশের, হুটার বাজিয়ে পরীক্ষার্থীদের পৌঁছে দিল বন দফতর


আরও পড়ুন, আজ থেকে শুরু মাধ্যমিক, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন পর্ষদের কন্ট্রোল রুমের এই নম্বরে


 উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছিল। ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। তারপর ফের শীতের আমেজ ফিরে আসে। কিন্তু কথা হচ্ছে এভাবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের যাতায়াত আর কতদিন ?  কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী, জানিয়েছে হাওয়া অফিস।