পূর্ব মেদিনীপুর: এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতি ? পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই 'জাল' করে ৩ শিক্ষক নিয়োগ। নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ জেলার সংখ্যালঘু আধিকারিকের। এক SI-সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ। নিয়োগে দুর্নীতির অভিযোগে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত SI.অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে, জানালেন অতিরিক্ত জেলাশাসক।

এ রাজ্য়ে যত দুর্নীতি হয়েছে, তার মধ্যে শিক্ষা দুর্নীতি মামলায়  শাসক নেতাদের নামের তালিকা  বেশ বড়। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামেও এসেছিল চার্জশিট। নাম ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যেরও। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার স্ত্রী দেবশ্রী সিন্হার নামও ছিল চার্জশিটে। এছাড়াও চার্জশিটে নাম ছিল ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার ৩ আধিকারিক ও একাধিক এজেন্টের। অনেকেই বর্তমানে এখন জেল খাটছে। 

মূলত মেয়েকে বেআইনি ভাবে শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল  পরেশ অধিকারীর বিরুদ্ধে। আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে, সেই চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছিলেন মামলাকারী ববিতা সরকার। যদিও ববিতার চাকরী জীবনও সুদীর্ঘ হয়নি। প্রাক্তন  বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশেই চাকরি খুইয়েছিলেন স্কুল শিক্ষিকা ববিতা! ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এর প্রেক্ষিতেই ববিতার চাকরি বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

'ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার অনামিকা', এমনই দাবি জানিয়ে তেইশ সালের জানুয়ারি মাসে আদালতে দায়ের হয়েছিল মামলা । হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, মেধা তালিকায় নাম থাকা, পরবর্তী দাবিদার ছিলেন, অনামিকা রায়। কাউন্সেলিংয়ের পরে, হাইকোর্ট অনামিকা রায়কে সুপারিশ পত্র দেওয়ার জন্য় নির্দেশ দিয়েছিল। কিন্তু, তারপরেও সমস্যা। ৪ মাসেও, অনামিকার পুলিশ ভেরিফিকেশন না হওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি ।ডিরোজিও ভবন থেকে শিক্ষিকার নিয়োগপত্র হাতে পেয়েছিলেন অনামিকা। নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন অনামিকা রায়। কিন্তু সেটাও দীর্ঘতর হয়নি। অঙ্কিতা হয়ে ববিতা হয়ে পাওয়া চাকরি হারিয়েছিলেন অনামিকাও।

আরও পড়ুন, বাংলাদেশ থেকে পাচারকারীদের বাধা দিতেই হামলা, সীমান্তে ফের আক্রান্ত BSF !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)