মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর স্টিল প্লান্টের (Durgapur Steel plant) জমি থেকে গাছ কেটে পাচার ও ফাঁকা প্লট বিক্রির অভিযোগ। কেটে ফেলা হয়েছে একের পর এক গাছ। কাটা গাছের গোড়ায় লেপে দেওয়া হয়েছে আলকাতরা। এভাবেই নির্বিচারে অরণ্য ধ্বংসের অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের শিল্পশহর দুর্গাপুরের (Durgapur) অরবিন্দনগরে (Arabinda Nagar)।
স্থানীয়দের একাংশের অভিযোগ, দুর্গাপুর স্টিল প্লান্টের (Durgapur Steel plant) জমি থেকে রাতে গাছ কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। কাঠ পাচার (Wood Smuggling) করে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়। গাছ কেটে ফেলার পর দুর্গাপুর স্টিল প্লান্টের ফাঁকা প্লট অবৈধ ভাবে বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা।
দুর্গাপুরের (Durgapur) অরবিন্দনগরের (Arabinda) বাসিন্দা প্রবীর রায় জানিয়েছেন, কিছু জমি মাফিয়া গাছ কেটে জমি বিক্রি করছে। সবুজায়ন নষ্ট করছে। প্রশাসনের প্রত্যক্ষ মদতে এই জিনিস ঘটছে। আজ যদি এভাবে গাছ কেটে ফেলা হয়, তাহলে তো প্রাণবায়ুটাই নষ্ট হয়ে যাবে। মানুষ বাঁচবে কোথায়। প্রশাসন কড়া হাতে দমন না করলে আগামীতে ভয়ঙ্কর চেহারা নেবে।
দুর্গাপুরের (Durgapur) অরবিন্দনগরের (Arabindanagar) বাসিন্দারা আরও জানান, এখানে কোনও ঘর ছিল না। দু-তিন বছরের মধ্যে এই সব ঘর হয়েছে। আর সব গাছ কেটে কেটে। শুনেছি ডিএসপির জায়গা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রবিবার রাতে গাছ কাটার প্রতিবাদ করতে গেলে, দুষ্কৃতীদের হুমকির মুখে পড়েন তাঁরা। সোমবার ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিক।
পশ্চিম বর্ধমানের উখড়ার রেঞ্জ অফিসার সুদীপ কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গাছে আলকাতরা লেপে দিয়েছে, যাতে শব্দ না হয়। নতুন না পুরনো গাছ, বোঝা না যায়। এখন এই জায়গাটায় পেট্রোলিং করব। ডিএসপি কর্তৃপক্ষ যোগাযোগ করেনি। পুলিশকেও ইনভলভ করব। দুর্গাপুর স্টিল প্লান্টের (Durgapur Steel plant) জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কোভিড চিকিত্সা নিয়ে বড় সিদ্ধান্ত, বন্ধ হচ্ছে একাধিক কোভিড হাসপাতাল-সেফ হোম