সৌমিত্র রায়, কলকাতা: পাখির চোখ পশ্চিমবঙ্গ। কলকাতার এক নামী হোটেলে ব্র্যান্ড প্রোমোশন করল MAGIK Light। জীবনের লাইট থেকে ময়দানের লাইম লাইটের কথা শোনালেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গঙ্গোপাধ্যায়।


আলো দিয়ে অন্ধকার দূর করার অঙ্গীকার। ট্যাগ লাইন- বাংলাকে আলোকিত কর। রাজ্যের মাটিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে সেঞ্চুরি এলইডি লিমিটেড। সেই লক্ষে সংস্থার ম্যাজিক (Magik) লাইটের ব্র্যান্ড প্রোমোশন হল শহরের এক তারকাখচিত হোটেলে। 


সেঞ্চুরি এলইডি লিমিটেডের বিজসেন হেড অনিরুদ্ধ কাজারিয়া এবিপি আনন্দকে সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁদের পরিকল্পনার কথা। তিনি বলেছেন, ''ইস্টার্ন ইন্ডিয়ার বেস্ট.. এখানেও প্রতিষ্ঠিত হতে চাই... আমরা চাই সরকারি ও বেসককারি লাইটের কাজ দিন।''


অনুষ্ঠানের মঞ্চে সবার নজর ছিল তাঁর দিকে। মঞ্চ আলোকিত করেই ছিলেন তিনি। কথা কম বলতেই পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিনও তার ব্যতিক্রম হল না। নিজের ছোট্ট প্রতিক্রিয়ায় সেঞ্চুরি এলইডি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, ''লাইট মামুষের জীবনে গুরুত্বপূর্ণ। মুড চেঞ্জ করে দেয়।''


উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসে প্রথম টেস্ট সেঞ্চুরির ২৬ বছর পূর্তি। ১৯৯৬ সালে ২০ জুন লর্ডসের মাটিতে প্রথম টেস্ট শতরানটি হাঁকিয়েছিলেন সৌরভ। সেই স্মৃতি মহারাজের মনে আজও টাটকা। এদিনের অনুষ্ঠানে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এলেও সৌরভের মুখে উঠে আসে সেদিনের কথাও। স্মৃতি রোমন্থনও করলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা।


সৌরভ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। আইপিএলের সময় ব্যস্ত ছিলেন। এখন ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ চলছে। এত কিছুর মধ্যেও সময় বের করে কলকাতায় এসেছেন সৌরভ। আবার তাঁকে মুম্বই উড়ে যেতে হবে বোর্ডের কাজের জন্য। এরই মাঝে এসেছিলেন ম্যাজিক লাইটের প্রমোশনের জন্য।