কলকাতা: ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। '৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে', উল্লেখ বিজ্ঞাপনে।এই প্রসঙ্গে এবিপি আনন্দকে বিশেষ সাক্ষাৎকার দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। তিনি বলেছেন 'অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন। ৩ মেয়ের সম্মতি রয়েছে।'


এদিন জাদুকর পি সি সরকার জুনিয়র বলেন, মানুষের মতো, ভদ্রলোকের মতো কাজ করেছি আমরা। ট্র্যাডিশন অনুযায়ী আমার বাবাও কিন্তু এরকম  ছিলেন  আমার দিদির বিয়ের সময়। আনন্দবাজারেই বলেছিলেন। নিজের নাম নিয়েই বলেছিলেন। আমি আমার মেয়েদেরকে, তোমাদের সম্মানার্থে আমি এতগুলি পাত্রীর অফার মেলে ধরলাম। তোমরা যাকে ইচ্ছে পছন্দ করতে পারো। আমি এবং আমার স্ত্রী দেখে নেব, রোগ আছে কিনা, কলঙ্ক আছে কিনা, বদনাম আছে কিনা ! পুলিশের খাতায় নাম আছে কিনা, দেখেতো নেবোই। গার্লফ্রেন্ডদের সংখ্যা কী পরিমাণ, সেই গার্লফ্রেন্ডদের খাটের তলায় টাকা পয়সা থাকে কিনা ?! সবকিছুর যাচাই আমরা করে নেব। ওরা যাচাই করবে জীবনটা। প্রচুর যোগাযোগ আসছে । এবার আমি ঘাবড়ে গিয়েছি। মা দুর্গার ১০ হাতের থেকে বেশি হলে পরে, বোধ হয় সবার সঙ্গে হ্যান্ডশেক করতে পারত।' 


আরও পড়ুন, প্রয়াত মনোজ মিত্র, গান স্যালুটে চিরবিদায় বাঙালির প্রাণের 'বাঞ্চারামকে'


প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে অনেকসময় তাঁকে, হাসির আড়ালে ধারালো কথা বলতে শোনা যায়। তবে এদিন নাম না করেই এদিন ফের কটাক্ষের সুর শোনা গেল জাদুকর পি সি সরকার জুনিয়রের মুখে। 'পাত্র চাই', কথার প্রসঙ্গের মাঝে কাদের নিশানা করলেন তিনি ? 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।