West Bengal News Live : ভোট প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন চক্রবর্তী !
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
ট্যাব কেলেঙ্কারির অভিযোগে ২ জেলা থেকে গ্রেফতার ৪। উত্তর দিনাজপুরে অভিযান চালিয়ে পাকড়াও ৩। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার ১।
রাত পেরোলেই ৬ কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই উত্তপ্ত শাসন। হাড়োয়া বিধানসভার শাসনে ISF-এর ওপর হামলার অভিযোগ।ISF সমর্থকের বাড়িতে ঢুকে মারধর-হামলার অভিযোগ উঠেছে।
বেহালা, বাঁশদ্রোণী, পাইকপাড়ার পর সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া, আহত আরও ১ শিশু। মায়ের সঙ্গে স্কুটারে করে স্কুল থেকে ফেরার সময় বাসের ধাক্কা। সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। রেষারেষি চলাকালীন পিছন থেকে এসে স্কুটারে ধাক্কা বাসের। দেহ নিয়ে পথ অবরোধ উত্তেজিত জনতার, বাস ভাঙচুর।
বিনীত গোয়েলের নাম নিতেই সঞ্জয়ের মুখ বন্ধে মরিয়া পুলিশ? চক্রান্তের অভিযোগে সরব, মুখ 'বন্ধে' বেনজির সুরক্ষার ঘেরাটোপে সঞ্জয়! লোহার জাল লাগানো প্রিজন ভ্যানের বদলে এবার কালো কাচের গাড়ি! আর জি করকাণ্ডে অভিযুক্তের কাছে আসতেও দেওয়া হল না মিডিয়াকে!
রাত পেরোলেই ৬ কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই উত্তপ্ত শাসন। হাড়োয়া বিধানসভার শাসনে ISF-এর ওপর হামলার অভিযোগ।ISF সমর্থকের বাড়িতে ঢুকে মারধর-হামলার অভিযোগ উঠেছে।
বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়, পুড়ে ছাই কালিকাপুরের ৪টি ঝুপড়ি !
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এবার কালিকাপুরে। ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন। কালিকাপুরে বাড়িতে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন।
৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। '৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে', উল্লেখ বিজ্ঞাপনে।এই প্রসঙ্গে এবিপি আনন্দকে বিশেষ সাক্ষাৎকার দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। তিনি বলেছেন 'অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন। ৩ মেয়ের সম্মতি রয়েছে।'
জেলায় জেলায় আবাস-বিক্ষোভ, মালদার চাঁচলে ধর্না। ঘরের দাবিতে ব্লক অফিসের সামনে ধর্না গ্রামবাসীদের। যাদের কাঁচা বাড়ি তাঁদের নাম নেই তালিকায়'। অথচ যাঁরা আগে ঘর পেয়েছেন, তাঁদের নাম রয়েছে তালিকায়, অভিযোগ গ্রামবাসীদের
ট্যাব কেলেঙ্কারির অভিযোগে ২ জেলা থেকে গ্রেফতার ৪। উত্তর দিনাজপুরে অভিযান চালিয়ে পাকড়াও ৩। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার ১।
বেহালা, বাঁশদ্রোণীর পর সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া। দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। ভাঙচুর-বিক্ষোভ। দেহ নিয়ে অবরোধ। বাইপাসে তীব্র যানজট।
প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। দীর্ঘদিন ধরেই বার্ধত্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। আজ সকাল ৮টা ৫০ মিনিটে সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি।
প্রেক্ষাপট
কলকাতা: হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে খুনের হুমকির অভিযোগ! দিনহাটার পর ক্যানিং হাসপাতালেও তৃণমূলের দাদাগিরি? কোথাও টাকা গায়েব, কোথাও অন্য অ্যাকাউন্টে ক্রেডিট! কারও অ্যাকাউন্টে ২ বার ঢুকল টাকা! আবাসের মতো ট্যাব নিয়েও কেলেঙ্কারি? দার্জিলিঙে মুখ্যমন্ত্রী, GTA-সহ একাধিক উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক। কাল উপনির্বাচন, ৬ কেন্দ্রে মোতায়েন ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অসুস্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রয়াত মনোজ মিত্র।গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।সাগর দত্ত মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগে হাইকোর্টে মামলা। বেহালা, বাঁশদ্রোণীর পর সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -