কলকাতা:  ঠাকুরপুকুরের নার্সিংহোমে মগরাহাট পশ্চিমের বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু। ভোট গণনার দিন বিজেপির প্রার্থীর উপরে হামলা হয়। মাথায় গুরুতর চোট পান তিনি। তারপর থেকেই অসুস্থ ছিলেন বিজেপির ওই পরাজিত প্রার্থী। আজ ঠাকুরপুকুরের নার্সিংহোমে ধূর্জটি ওরফে মানস সাহার মৃত্যু হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার দাবি, ‘কারা মারধর করেছিল জানা নেই, তখন গণনাকেন্দ্রের মধ্যে ছিলাম।’


এই নিয়ে মানস সাহার স্ত্রী বলেন, "গিয়াসুদ্দিন মোল্লা ও মুজিবর রহমানের নেতৃত্বেই মূলত এই হামলা চালানো হয়। এরা দু'জনেরই তৃণমূলের নেতা। ভোট গণনার দিন আমার স্বামীকে চা খাওয়ানোর নাম করে নিচে ডাকে। এরপর ওঁকে মারধর করা হয়। মাথায় চোট লাগে। বাড়ি আসতে বাধা দেওয়া হয়। মানসবাবু পুলিশের ওসির কাছে ফোন করা সত্ত্বেও ওসি বলেন, উনি বলেন কিছু করতে পারবেন না। মারধরের কারণেই মৃত্যু হয়েছে। আমরা বিজেপি করি ও আমার স্বামী ভাল বক্তা ও ভাল নেতৃত্ব দেন বলে গিয়াসুদ্দিনের হিংসা ছিল। সেই আক্রোশেই এই হামলা। আমরা সিবিআই তদন্ত চাই। রাজ্য পুলিশের উপর ভরসা নেই।"


এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এমন একটা ঘটনা যা বাংলার মাথা আরও একবার হেঁট করে দিল। শাসক দলের পোষা গুণ্ডাদের হামলায় একজন বিরোধী পক্ষের প্রার্থীকে প্রাণ দিতে হল। আমার মনে হয় বাংলার জন্য আজকের দিনটা কালো।"


বিজেপি নেতা অর্জুন সিংহর (Arjun Singh) কথায়, "সারা বাংলায় যেভাবে বিজেপির উপর অত্যাচার হচ্ছে, যেভাবে অত্যাচার হল, মানুষ খুন হল, এদিকে মাননীয়া বলছেন কিছুই হয়নি। আজকের এই ঘটনা আরও একটা কেস বাড়াল। এই কেসের তদন্ত হবে।"


আরও পড়ুন: Child Death: উত্তরবঙ্গ মেডিক্যালে আরও ১ শিশুর মৃত্যু